জলপাইগুড়ি: পাচারের ছক বানচাল, গাড়ি থেকে উদ্ধার রাশি রাশি সোনার বিস্কুট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Oct 2020 09:04 AM (IST)
সোনা পাচারের ছক বানচাল। জলপাইগুড়ির নাগরাকাটা থেকে উদ্ধার প্রায় চার কোটি টাকা মূল্যের সোনার বিস্কুট। গ্রেফতার তিন। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধেয় ৩১ নম্বর জাতীয় সড়কে তল্লাশি চালায় নাগরাকাটা থানার পুলিশ।অসমের গুয়াহাটি থেকে আসা একটি গাড়ি থেকে উদ্ধার হয় ৮ কেজি ৩০০ গ্রাম ওজনের সোনার বিস্কুট।
NEXT
PREV
জলপাইগুড়ি: সোনা পাচারের ছক বানচাল। জলপাইগুড়ির নাগরাকাটা থেকে উদ্ধার প্রায় চার কোটি টাকা মূল্যের সোনার বিস্কুট। গ্রেফতার তিন। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধেয় ৩১ নম্বর জাতীয় সড়কে তল্লাশি চালায় নাগরাকাটা থানার পুলিশ।অসমের গুয়াহাটি থেকে আসা একটি গাড়ি থেকে উদ্ধার হয় ৮ কেজি ৩০০ গ্রাম ওজনের সোনার বিস্কুট। যার বাজার মূল্য আনুমানিক চার কোটি টাকা। গ্রেফতার করা তিনজনকে। এদের মধ্যে একজন পুণে, একজন অসম ও তৃতীয় জন কোচবিহারের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, সোনার বিস্কুট অসম থেকে শিলিগুড়িতে পাচার হচ্ছিল। এর পিছনে আন্তর্জাতিক পাচার চক্রের যোগ রয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। লকডাউন পর্বে এই রুটে বেশ কয়েকবার মাদক উদ্ধার হয়েছে। এবার বিপুল পরিমাণ সোনা উদ্ধার হওয়ায় উদ্বিগ্ন পুলিশ-প্রশাসন।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -