নয়াদিল্লি: ‘সরকারের ইচ্ছে’, তাই কর্মীদের এপ্রিল মাসের বেতন কাটা হচ্ছে না, জানাল ইন্ডিগো-র সিইও রণজয় দত্ত। আগে এই এয়ারলাইন্স সংস্থাটি জানিয়েছিল, লকডাউনে যাত্রীবিমান বন্ধ থাকার জেরে মাইনে কাটা হবে কর্মীদের। কিন্তু সরকার বারবার বলছেন, এই পরিস্থিতিতে যেন নিয়োগকারীরা নিজেদের কর্মচারীদের কথা ভেবে দেখেন, বেতনের টাকা যেন না কাটা হয়। কারও চাকরি যেন না যায়।
কর্মীদের ই-মেল করে তিনি জানিয়েছেন, "যদিও এগজিকিউটিভ কমিটির সদস্যরা ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স্বেচ্ছায় কম বেতন নেবেন বলে জানিয়েছেন। কিন্তু আপনাদের এপ্রিল মাসের বেতন কাটা যাবে না। "
করোনা রুখতে ২৫ মার্চ থেকে দেশ জুড়ে চলছে লকডাউন। তার আগে থেকে আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। স্বাভাবিক ভাবেই অর্থনাতিক ভাবে ধাক্কা খেয়েছে বিমান পরিষেবাপ্রদানকারী সংস্থাগুলি। সেই পরিস্থিতি থেকেই কর্মচারীদের বেতন কাটার কথা জানায় ইন্ডিগো। কিন্তু সংস্থার তরফে জানানো হয়েছে, ‘সরকারের ইচ্ছে’-কে সম্মান দিতেই এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসছে তারা।
এর আগে ১৯ মার্চ ইন্ডিগো-র সিইও রণজয় দত্ত ১৯ মার্চ ঘোষণা করেন, তিনি নিজে সংস্থার মধ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ কম মাইনে নেবেন এপ্রিলে। তাছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্টরা ও ভাইস প্রেসিডেন্টরা ২০ শতাংশ কম মাইনে নেবেন। ককপিটের কর্মীদের ১৫ শতাংশ বেতন কাটা হবে।
‘সরকারের ইচ্ছে’, তাই কর্মীদের বেতন কাটবে না ইন্ডিগো এয়ারলাইন্স
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Apr 2020 10:48 PM (IST)
এর আগে ১৯ মার্চ ইন্ডিগো-র সিইও রণজয় দত্ত ১৯ মার্চ ঘোষণা করেন, তিনি নিজে সংস্থার মধ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ কম মাইনে নেবেন এপ্রিলে। তাছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্টরা ও ভাইস প্রেসিডেন্টরা ২০ শতাংশ কম মাইনে নেবেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -