অন্যবার এই সময় আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে ব্যস্ত থাকেন পাণ্ড্য ভাইরা। কিন্তু এবার তাঁরা মাঠ থেকে অনেক দূরে। লকডাউনের জেরে স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। এবার এই টি-২০ প্রতিযোগিতা হবে কি না, সেটা নিয়েই সংশয় রয়েছে। ভারতীয় ক্রিকেট দল আবার কবে খেলবে, সেটাও এখনই বলা যাচ্ছে না। ফলে মাঠের বাইরেই সময় কাটাতে হচ্ছে হার্দিক ও ক্রুণালকে।