নয়াদিল্লি: চিন-ভারত সীমান্ত সংঘাত, সংঘর্ষের পরিপ্রেক্ষিতে অযোধ্য়ায় রামমন্দির নির্মাণের সূচনা স্থগিত রাখার কথা ঘোষণা করল রামমন্দির ট্রাস্ট। ভারত-চিন সীমান্তের পরিস্থিতি ‘সিরিয়াস’, উদ্বেগজনক এবং ‘দেশরক্ষাই সবচেয়ে জরুরি’ বলে সরকারি ভাবে বিবৃতি দিয়েছে তারা। ভারত-চিন সীমান্ত উত্তপ্ত হয়ে উঠেছে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনাদের ভারতের জমিতে ঢুকে পড়া ও তাদের সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় জওয়ানের নিহত হওয়ার ঘটনায়।
ভারতীয় জওয়ানদের হত্যায় গভীর উদ্বেগ প্রকাশ করে গত বছর সুপ্রিম কোর্টের মন্দির নির্মাণের পক্ষে ঐতিহাসিক রায়ের পর মন্দির তৈরির দায়িত্ব পাওয়া ট্রাস্ট এ ব্য়াপারে শীঘ্রই একটি নতুন দিন স্থির হবে বলে জানিয়েছে। ট্রাস্টের সদস্য অনিল মিশ্র বলেছেন, দেশের পরিস্থিতি মাথায় রেখেই মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হবে, সরকারি ভাবে তা জানিয়েও দেওয়া হবে। মৃত জওয়ানদের প্রতি শ্রদ্ধাও জানিয়েছে ট্রাস্ট।
এদিকে সীমান্তের ভারতীয় জওয়ানদের রক্ত ঝরার নিন্দা করে চিনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে নেমেছে হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলিও। হিন্দু মহাসভার সদস্য়রা চিনের পতাকা পুড়িয়েছে, বিশ্ব হিন্দু পরিষদ কর্মীরা চিনা প্রেসিডন্ট শি জিনপিংয়ের কুশপুতুল, চিনে তৈরি পণ্যও পুড়িয়েছে।