নয়া দিল্লি: মধুচন্দ্রিমায় গিয়ে ভয়ঙ্কর হত্যাকাণ্ডের ঘটনায় প্রকাশ্যে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ঠান্ডা মাথায় স্বামীকে খুনের পরিকল্পনা স্ত্রীর সোনমের এমনই অভিযোগ উঠছে। পুলিশ সূত্রে খবর, প্রেমিক ও তার বন্ধুদের সঙ্গে মিলে ইন্দোরের পরিবহন ব্যবসায়ী রাজা রঘুবংশীকে হত্যা করেন তাঁর স্ত্রী। বিয়ের মাত্র পাঁচ দিন পরেই স্বামীকে খুনের পরিকল্পনা করেছিল সোনম, এমনই অভিযোগ। এরই মধ্যে সোনমের বাপের বাড়ির দরজার সামনে ঝুলে থাকা একটি ছবি ঘিরে তৈরি হয়েছে জল্পনা৷
সোনমের বাড়ির সামনে তার উল্টো করে ঝুলিয়ে রাখা ছবি নিয়ে উঠছে প্রশ্ন? ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, সোনম রঘুবংশীর বাপেরবাড়ির দরজার উপরে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে ছবি। কিন্তু কেন? সোনমের উল্টো ছবি টাঙানোর কারণও ব্যাখ্যা করেছেন তাঁর বাবা। তিনি জানিয়েছেন, একজন জ্যোতিষীর সঙ্গে কথা বলার পরই তিনি তার মেয়ের ছবি বাড়ির সামনে উল্টে রেখেছিলেন। এখন কেবল একটি অলৌকিক ঘটনাই আমার মেয়েকে বাঁচাতে পারে।
উত্তরপ্রদেশের গাজিপুরের ধাবা থেকে সোনমকে গ্রেফতার করেছিল পুলিশ। এরপর চলে জিজ্ঞাসাবাদ। সোনমের বাবা অশ্রুসিক্ত চোখে দরজার দিকে তাকিয়ে অপেক্ষায় আছেন মেয়ে যদি ফেরে ঘরে। সোনমের বাবা দেবী সিং শুক্রবার জানিয়েছেন যে একজন জ্যোতিষীর পরামর্শে তিনি এই কাজ করেছেন। জ্যোতিষীরা বলেন যে এই ধরণের প্রতিকার করলে নিখোঁজ ব্যক্তি শীঘ্রই ফিরে আসে, তাই পরিবারের সদস্যরা এই কাজ করেছেন।
সোনমের বাবার কথায়, বিয়ের দেড় মাস পরে, সোনম এবং রাজার শহরের বাইরে যাওয়ার কোনও শুভ সময় ছিল না, তবে তারা দুজনেই না জানিয়ে শিলং যাওয়ার পরিকল্পনা করেছিলেন। হিন্দু ঐতিহ্যে হারানো ব্যক্তিকে ফিরিয়ে আনার একটি রীতি হিসেবে বিবেচিত হয়। সোনমের বাবা আবেগপ্রবণ হয়ে বলেন, অলৌকিক ঘটনার আশায়, তিনি তাঁর মেয়ের ছবি বাড়ির বাইরে উল্টে ঝুলিয়ে দিয়েছেন।
এদিকে, পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা জেরায় স্বীকার করেছে, পাহাড় চড়তে চড়তে ক্লান্ত হয়ে একসময়ে খুন করতে অস্বীকার করে তারা। তখনই তাদের ২০ লক্ষ টাকা দেওয়ার লোভ দেখায় সোনম। প্রেমিক রাজ নিজের ব্যগ থেকে ১৫ হাজার টাকা অগ্রিম দেয় বাকি দু'জনকে।হত্যার পরে শিলং থেকে গুয়াহাটি পৌঁছয় সকলে। সেখান থেকে বারাণসী হয়ে গাজিপুরে পালায় সোনম। পুলিশকে এড়াতে নিজেদের মোবাইল ফোন ভেঙে দেয় সব অভিযুক্তরা। CDR এবং কল ট্রেসিংয়ের মাধ্যমে ইন্দোরে সোনমের প্রেমিকের খোঁজ পায় পুলিশ। সেখান থেকে তাকে গ্রেফাতর করা হয়। প্রেমিকের গ্রেফতার হওয়ার খবর মেলার পরে আত্মসমর্পণ করে সোনম।