Indore Water Contamination: দূষিত জল খেয়ে মৃত্যু তিনজনের। গুরুতর অসুস্থ আরও অন্তত ৬০ জন। আর এই ঘটনা ঘটেছে ইন্দোরে। দেশের সবচেয়ে পরিষ্কার শহর হিসেবে পরিচিত এই ইন্দোর। আর সেখানেই ঘটেছে এমন কাণ্ড। ভাগীরথিপুরা এলাকায় এই ঘটনা ঘটেছে বলে খবর। স্বভাবতই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে এই এলাকার বাসিন্দাদের মধ্যে। জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দফতরের তরফে দ্রুত ইমার্জেন্সি রেসপন্স টিম পাঠানো হয়েছিল এই এলাকায়।
বছর ৭০- এর নন্দলাল পাল নামের এক ব্যক্তি গত ২৮ ডিসেম্বর ভর্তি হয়েছিলেন হাসপাতালে। প্রচণ্ড বমি হচ্ছিল তাঁর। সেই সঙ্গে দেখা দিয়েছিল ডায়েরিয়ার সমস্যা। চিকিৎসকরা জানান, মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হন এই বৃদ্ধ। মৃতের পরিবারের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা দাবি করেন, ওই এলাকায় যে জল আসে তা খেয়েই অবস্থার সাংঘাতিক অবনতি হয় নন্দলালবাবুর।
ভার্মা হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই বৃদ্ধ। সেই হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার আরও ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন সেখানে। তাঁদের মধ্যে ২ জনকে পরে ছেড়ে দেওয়া হয়। তবে মঙ্গলবার সন্ধেবেলায় প্রায় ২০ জন রোগী ভর্তি হন এই হাসপাতালে। আরও কয়েকজনের চিকিৎসা চলছে ত্রিবেণী হাসপাতালে। ভাগীরথিপুরাতেই অসুস্থ হয়েছেন প্রায় ১৫০ বাসিন্দা। সকলেরই লক্ষণ প্রায় একই। বমি, পেটখারাপ এবং তলপেটে যন্ত্রণা। বিগত এক সপ্তাহ ধরেই চলছে এইসব।
প্রাথমিক তদন্তে অনুমান, সম্ভবত ওই এলাকায় সম্প্রতি যে খোঁড়াখুঁড়ির কাজ চলছে, সেই কারণেই হয়তো দূষিত হয়ে গিয়েছে জল। এছাড়াও অনুমান, হয়তো জলের পাইপে কিছু সমস্যা দেখা দেওয়ায় (পাইপ লিকেজ), অথবা উপরের ট্যাঙ্কের দূষিত জলের কারণে ওই এলাকার জল দূষিত হয়ে গিয়েছে।