ইনদওর: দেশের পরিচ্ছন্নতম শহরের তকমা পাওয়া ইনদওরের (Indore Water Contamination) পানীয় জলে বিষ? দূষিত পানীয় জল খেয়ে অন্তত ১৪ জনের মৃত্যুর অভিযোগ স্থানীয়দের!

Continues below advertisement

স্থানীয় প্রশাসন সূত্রে দাবি, প্রাথমিক রিপোর্টে জল দূষণের ইঙ্গিত মিলেছে। বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ২০১ জন। ইনদওরের ১ হাজার ৪০০ বাসিন্দা দূষিত জল পান করে অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। গোটা ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত শুরু করেছে জাতীয় মানবাধিকার কমিশন। মুখ্যসচিবের কাছে, ২ সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্টও চেয়েছে কমিশন ।

ভাগীরথিপুরা এলাকায় এই ঘটনা ঘটেছে বলে খবর। স্বভাবতই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দফতরের তরফে দ্রুত ইমার্জেন্সি রেসপন্স টিম পাঠানো হয়েছিল এই এলাকায়। 

Continues below advertisement

বছর ৭০- এর নন্দলাল পাল নামের এক ব্যক্তি গত ২৮ ডিসেম্বর ভর্তি হয়েছিলেন হাসপাতালে। প্রচণ্ড বমি হচ্ছিল তাঁর। সেই সঙ্গে দেখা দিয়েছিল ডায়েরিয়ার সমস্যা। চিকিৎসকরা জানান, মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হন এই বৃদ্ধ। মৃতের পরিবারের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা দাবি করেন, ওই এলাকায় যে জল আসে তা খেয়েই অবস্থার সাংঘাতিক অবনতি হয় নন্দলালের। ভার্মা হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই বৃদ্ধ।

 

অভিযোগ, দীর্ঘদিন দূষিত জল সরবরাহের কথা জানানো হলেও পদক্ষেপ নেয়নি প্রশাসন। এরই মাঝে ফের বিতর্কে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। মধ্যপ্রদেশে দূষিত পানীয় জলে পরপর মৃত্যুর ঘটনা সামনে আসছে। সেই নিয়ে প্রশ্নের মুখে পড়েন বিজেপি নেতা। কিন্তু প্রশ্ন করায় কৈলাসের রোষে পড়েন সাংবাদিক। সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে । 

তবে চুপ করে থাকেননি ওই সাংবাদিক । কৈলাস বিজয়বর্গীয়কে পাল্টা জবাব দেন তিনি । সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপিকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস । সাংবাদিকের ভূয়সী প্রশংসা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়