নিউ দিল্লি : আয়কর দফতরের নতুন ই-ফাইলিং ওয়েবসাইটে যে ত্রুটি দেখা দিয়েছে তার সমাধানে কাজ করছে তাঁর কোম্পানি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে এই আশ্বাস দিলেন ইনফোসিসের চেয়ারম্যান নন্দন নীলেকানি।


সোমবারই চালু হয়েছে আয়কর দফতরের নতুন ই-ফাইলিং ওয়েবসাইট। যা নিয়ে অভিযোগ জানিয়েছেন অনেকে। গতকাল এনিয়ে ট্যুইট করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেই ট্যুইট ওই সিস্টেম-নির্মাণকারী সংস্থা ইনফোসিস ও তার সহ-প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান নন্দন নীলেকানিকে ট্যাগ করেন অর্থমন্ত্রী।


ট্যুইটারে অর্থমন্ত্রী লেখেন, গতকাল(সোমবার) রাত ৮টা ৪৫ মিনিটে বহু প্রতীক্ষিত ই-ফাইলিং পোর্টাল ২.০-র যাত্রা শুরু হয়েছে। আমি আমার টাইমলাইনে অভিযোগ এবং ভুলভ্রান্তির বিষয়টি দেখতে পাচ্ছি। আশা করি, @Infosys ও @NandanNilekani আমাদের "করদাতাদের পরিষেবার গুণগত মান নিয়ে হতাশ করবেন না।"


অর্থমন্ত্রীর ট্যুইটারের পরিপ্রেক্ষিতে ট্যুইট করে ইনফোসিস চেয়ারম্যান লেখেন, ফাইলিং প্রক্রিয়াকে সহজ করে তুলবে নতুন ই-ফাইলিং পোর্টাল। ব্যবহারকারীদের পুরানো অভিজ্ঞতা কাটিয়ে তুলবে। @nsitharaman জি, আমরা প্রথমদিনেই কিছু যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেছি। তার সমাধানে আমরা কাজও করছি। প্রাথমিক এই ত্রুটির জন্য @Infosys ক্ষমাপ্রার্থী। চলতি সপ্তাহেই বিষয়টির সমাধান হয়ে যাবে বলে আশা করছি।


প্রসঙ্গত, নতুন ওয়েব পোর্টালে করদাতারা সক্রিয়ভাবে নিজেদের প্রোফাইল আপডেট করতে পারবেন। নিজেদের আয়, সম্পত্তি, ব্যবসা/পেশা- যেগুলি ITR এর প্রি-ফাইলিংয়ের জন্য ব্যবহার করা যাবে। 


ইনকাম ট্যাক্স ফাইলিং সিস্টেম ৬৩ দিন থেকে একদিনে কমিয়ে আনার জন্য ২০১৯ সালে ইনফোসিসকে বরাত দেওয়া হয়েছিল। তাতে রিফান্ডের প্রক্রিয়াও সহজসাধ্য করার কথা বলা হয়। বেঙ্গালুরুতে সদর দফতর রয়েছে ইনফোসিসের। তারা সরকারের GST নেটওয়ার্ক পোর্টালও ডেভেলপ করেছে। এই পোর্টালে GST-র পেমেন্ট এবং রিটার্ন ফাইল করা যায়। 


ট্যাক্স ফাইলিং ওয়েবসাইটের নতুন URL- https://www.incometaxindiaefiling.gov.in/home  । এর আগে দীর্ঘদিন ছিল- http://incometaxindiaefiling.gov.in-এই URL। সোমবার রাত ৮টা ৪৫ মিনিটে এর লাইভ শুরু হয়। ট্যুইট করে তা জানান নির্মলা সীতারমণ ও আয়কর দফতর।