মুম্বই: ভারত মহাসাগর অঞ্চলে ক্রমেই চিনের প্রতিপত্তি বাড়ছিল। আর সেই চিনা নজরদারিকে কড়া নজরদারির মধ্যে রাখতে নৌবাহিনীতে এল অত্যাধুনিক যুদ্ধজাহাজ INS ইম্ফল। সমুদ্রে ভারতের প্রতিরক্ষাও যে অনেকটাই শক্তিশালী, তা প্রমাণ করতেই এই নতুন যুদ্ধজাহাজের আমদানি। মঙ্গলবার মুম্বইয়ের নৌ-বন্দরে স্টিলথ-গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এই আইএনএস ইম্ফল মোতায়েন করা হয়েছে। আরও বেশ কিছু অত্যাধুনিক বৈশিষ্ট্য রয়েছে এই যুদ্ধজাহাজের।
প্রদেশের নামে নামকরণ
ভারতীয় নৌ-বাহিনীতে এই প্রথম কোনও যুদ্ধজাহাজের নাম দেওয়া হল উত্তর-পূর্ব ভারতের একটি অঞ্চলের নামে। ২০১৯ সালের এপ্রিল মাসে ভারতের রাষ্ট্রপতি এই জাহাজের অনুমোদন দিয়েছিলেন। এই নামকরণের মাধ্যমে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত করার গুরুত্বকে ইঙ্গিত করা হয়েছে।
কোথায় তৈরি হয়েছে এই যুদ্ধজাহাজ?
ভারতীয় নৌ বাহিনীতে এই নিয়ে তৃতীয়বার কোনও বিশাখাপত্তনমের মত ক্লাস ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ অন্তর্ভুক্ত হল। জাহাজটি সম্পূর্ণই তৈরি হয়েছে দেশের ভিতরে। ওয়ারশিপ ডিজাইন ব্যুরো এর সমস্ত কলাকৌশল এদিন প্রদর্শন করে।
কতটা শক্তিশালী এই জাহাজ ?
- এই যুদ্ধজাহাজটির ওজন ৭,৪০০ টন ও মোট দৈর্ঘ্য ১৬৪ মিটার। সারফেস-টু-সারফেস মিসাইল এবং জাহাজ ধ্বংসকারী মিসাইল এবং টর্পেডো দিয়ে সজ্জিত। আইএনএস ইম্ফল একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ। ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো একটি নকশার নেপথ্যে রয়েছে।
- যুদ্ধজাহাজটি তৈরিতে ৭৫ শতাংশ দেশীয় সামগ্রী ব্যবহার করা হয়েছে। জাহাজটির গতি ৫৬ কিলোমিটার প্রতি ঘণ্টা। জাহাজটি অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত। ৪৫ দিন সমুদ্রে ভেসে থাকতে পারবে রণতরীটি। ৫০ জন অফিসার ও ২৫০ জন নাবিক থাকবেন।
- এই জাহাজটির অন্তর্ভুক্তির ফলে ভারতীয় নৌবাহিনীর শক্তি বহুগুণ বৃদ্ধি পাবে। পশ্চিম পাকিস্তান হোক পূর্বে চিন, এই যুদ্ধজাহাজ শত্রু পক্ষকে এক নিমেষে ঘায়েল করতে সক্ষম। এতে ৩২টি বারাক ৮ মিসাইল, ১৬টি ব্রহ্মোস অ্যান্টি শিপ মিসাইল, চারটি টর্পেডো টিউব, দু'টি অ্যান্টি সাবমেরিন রকেট লঞ্চার, সাত ধরনের বন্দুক রয়েছে।
- নিউক্লিয়ার, বায়োলজিক্যাল বা কেমিক্যাল যে ধরনের যুদ্ধ পরিস্থিতিই তৈরি হোক না কেন, নৌবাহিনীর দাবি, এই আইএনএস ইম্ফলের উচ্চ মাত্রার অটোমেশন এবং কঠিন আড়াল যুদ্ধজাহাজকে অক্ষত রাখতে পারবে।
২০ অক্টোবর এই জাহাজ ভারতীয় নৌ বাহিনীর হাতে এলেও মঙ্গলবার ২৬ ডিসেম্বর এটি মোতায়েন করা হয় প্রথম। এদিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে এই যুদ্ধজাহাজ আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় ভারতীয় নৌ-সেনায়।
আরও পড়ুন: Viral News: পার্কে পাওয়া কোটি টাকার হিরেকে কাচের টুকরো ভেবে ভুল! এরপর...