নয়া দিল্লি: পার্কে ঘুরতে ঘুরতে পায়ে ঠেকেছিল ছোট একটি পাথর। বিশেষ গুরুত্ব না দিয়ে 'সুন্দর দেখতে' সেই পাথরটিকে পকেটে পুরে নিয়ে এসেছিলেন। বুঝতেও পারেননি এটির গুরুত্ব। ক্রেটার অফ ডায়মন্ডস স্টেট পার্কের কাছে ৪.৮৭-ক্যারেটের একটি হিরে খুঁজে পেয়েছেন এক মার্কিন নাগরিক। 


আরকানসাস ডিপার্টমেন্ট অফ পার্কস, হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম বলেছে ওই ব্যক্তি প্রথমে ভেবেছিলেন এটি বুঝি কোনো কাচের টুকরো। ইভান্স তার বান্ধবীর সঙ্গে প্রথমবার ডায়মন্ডস স্টেট পার্কে গিয়েছিলেন। পার্কে ঢোকার ১০ মিনিটের মধ্যে তিনি একটি স্বচ্ছ কাঁচের টুকরো দেখতে পান। সেটি তুলে নিয়ে তিনি পকেটে রেখেছিলেন এবং পরে বাড়িতে নিয়ে যান। 


ইভান্স বলছেন, "আমি ভেবেছিলাম এটি একটি কাচের টুকরো। এটি খুব স্বচ্ছ ছিলো। আমি সত্যিই জানতাম না, এটি একটি হিরে।" ইভান্স আমেরিকার জেমোলজিক্যাল ইনস্টিটিউটে গিয়ে জানতে পারেন কাঁচের টুকরোটি আসলে ৪.৮৭ ক্যারেটের হিরে। অতীতেও এই পার্ক থেকে হীরা পাওয়া গেছে। যা শুনে ইভান্সের ছেলে তাকে ক্রেটার অফ ডায়মন্ডস স্টেট পার্কে যাবার অনুরোধ করেছিল।


আরও পড়ুন, এই গ্রামে ভূতের সঙ্গে দেখা করতে যান সকলে! বিশ্বের সবচেয়ে ভুতুড়ে জায়গা এটিই!


সহকারী পার্ক সুপারিনটেনডেন্ট ওয়েমন বলেন, "আমাকে অনেকেই মেইল করে জানান তারা এই পার্কে কিছু খুঁজে পেয়েছেন। কিন্তু এই প্রথম কেউ জিআইএ দ্বারা চিহ্নিত একটি হীরা পাওয়ার পরে আমার সঙ্গে যোগাযোগ করেছেন। আমি আনন্দিত যে ইভান্স তার ঐতিহাসিক হিরেটিকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত করার জন্য পার্কে ফিরিয়ে এনেছেন।'' 


মাউমেলের কেভিন কিনার্ড একটি ৯.০৭-ক্যারেটের বাদামী হিরে আবিষ্কার করার পর থেকে ইভান্সের হিরেটি পার্কে রেজিস্টার করা সবচেয়ে বড় হিরে। ইভান্সের হিরেটি দেখতে বেশ সুন্দর। এটি একটি উজ্জ্বল সাদা রঙের সম্পূর্ণ ক্রিস্টাল যা অতীতের সব হিরের ঔজ্জ্বল্যতাকে ছাপিয়ে গেছে।                                                                                                           


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে