মুম্বই: ছবি যেমনই ব্যবসা করুক, সলমন খান সব সময়েই জমিয়ে থাকতে ভালবাসেন। মুম্বইয়ের পানভেলে তাঁর খামারবাড়ির পার্টিতে ভিড় যেমন হয়, তেমনই হয় হুল্লোড়। এবার তাঁর বোন অর্পিতা সন্তানসম্ভবা হওয়ায় সলমন ভেবেছিলেন, বোনের সঙ্গেই বছর শেষের ছুটি কাটাবেন। কিন্তু ২৭ ডিসেম্বর অর্পিতার দ্বিতীয় সন্তান জন্ম নেওয়ায় দারুণ খুশি সলমন মেতে ওঠেন নিউ ইয়ার্স পার্টিতে।


পানভেলে এবারের পার্টিতে আমন্ত্রিত ছিলেন সলমনের প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানি। এছাড়া ছিলেন চোখে বলিউডি স্বপ্ন নিয়ে আসা ডেইজি শাহ, সাই মঞ্জরেকররা। তাঁরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন একাধিক ছবি ও ভিডিও।




সলমনের ‘বান্ধবী’ ইউলিয়া ভান্তুরও ছিলেন পার্টিতে।