কলকাতা: নতুন আপডেট লঞ্চ করল ইনস্টাগ্রাম। নতুন আপডেটে লাইভ রুম চ্যাট ফিচার এনেছে জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া। নয়া ফিচারে একসঙ্গে লাইভ চ্যাটের সুযোগ পাবেন ৪ জন। অর্থাৎ লাইভ ভিডিও স্ট্রিমিং করতে পারবেন।
কীভাবে ব্যবহার করবেন নয়া ফিচার?
লাইভ রুমের সুবিধা পেতে হোম স্ক্রিন থেকে বাঁ দিকে সোয়াইপ করুন। এরপর লাইভ ক্যামেরা অপশনে টাচ করুন। এবার রুমস আইকনে ক্লিক করতে হবে। সেখানে আপনার ইচ্ছামতো আরও ৩ জন বন্ধুকে অ্যাড করতে পারবেন। লাইভ চলাকালীনও নতুন করে অ্যাড করার সুযোগ পাবেন। এর আগে শুধুমাত্র একজন আরেক জনের সঙ্গে এই লাইভ চ্যাট করতে পারতেন।
নতুন ফিচারে ব্যবহারকারীরা টক শো, অনলাইন মিউজিক শো, সাক্ষাৎকার, কেনাকাটার অভিজ্ঞতার কথা ভাগ করে নিতে পারবেন। সংস্থা জানিয়েছে, যিনি লাইভ চ্যাট পরিচালনা করছেন তাঁকে অভিবাদন দেওয়ার জন্য দর্শকরা ব্যাজ কিনতে পারবেন। উল্লেখ্য, বরাবরই নয়া চমক নিয়ে হাজির হয় ইনস্টাগ্রাম। সাধারণ নেটিজেন থেকে তারকা, অনেকের পছন্দের তালিকায় আছে ইনস্টাগ্রাম।
করোনা পরিস্থিতির এবং তারপর লকডাউনের জেরে ভিডিও কল থেকে লাইভ চ্যাটের প্রবণতা বেড়েছে। বিশ্বের বহু মানুষের মধ্যে তৈরি হয়েছে এই প্রবণতা। প্রায় কমবেশি সব অ্যাপ লাইভ রুমের ফিচারও এনেছে গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে। সেই স্রোতেই গা ভাসাল ইনস্টাগ্রাম। ব্যবহারকারীদের জন্য নিয়ে এল নতুন চমক। ইনস্টাগ্রামের কর্তা অ্যাডাম মোস্সেরি বলেন, লাইভ রুম চ্যাটের চাহিদা তৈরি হয়েছে অনেকদিন। ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই এই ফিচার আনা হল।