Term Insurance: করোনা সঙ্কটের পর টার্ম ইনস্যুরেন্স প্ল্যান কেনার সংখ্যা বেড়েছে। এর সবচেয়ে বড় কারণ, বিমাকারীর অনুপস্থিতিতে কম প্রিমিয়ামে পুরো পরিবারকে বিমা কভারেজ দেয় এই টার্ম ইনস্যুরেন্স। তাই টার্ম ইনস্যুরেন্স নেওয়ার সিদ্ধান্তের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না; ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। 


Term Insurance আসলে কী ?


প্রথমত, টার্ম পলিসি কী তা বোঝা খুবই প্রয়োজন। মেয়াদী বীমা বা টার্ম ইনস্যুরেন্স সীমিত সময়ের জন্য একটি নির্দিষ্ট টাকার বিনিময়ে কভারেজ দিয়ে থাকে। যদি পলিসি হোল্ডারের পলিসির মেয়াদের মধ্যে মৃত্য ঘটে তাহলে বিমার টাকা নমিনিকে দেওয়া হয়। এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ যে মেয়াদী বিমা একটি বিনিয়োগ নয়। পলিসি হোল্ডারের মৃত্যুর পর তার পরিবার এর সুবিধা পায়।


Insurance Tips : টার্ম পলিসি নেওয়ার সময় বিচার্য বিষয়


বিমার পরিমাণ ঠিক করার সময় আপনার আয়ের উৎস, বর্তমান ঋণ ও দায়, নির্ভরশীল পরিবারের সদস্য, শিশুদের উচ্চ শিক্ষা, তাদের বিয়ে, অবসর গ্রহণ ইত্যাদি বিষয়গুলি বিবেচনা করা উচিত। মেয়াদী বীমা বা টার্ম ইনস্যুরেন্স কভার আপনার বার্ষিক আয়ের কমপক্ষে ১০ গুণ হওয়া উচিত।


Term Insurance claim settlement ratio : বিমা কোম্পানির  দাবি নিষ্পত্তির অনুপাত
পলিসি নেওয়ার সময়, অবশ্যই বিমা কোম্পানির claim settlement ratio বা দাবি নিষ্পত্তি অনুপাতের তুলনা করুন। সেরা ক্লেইম সেটলমেন্ট আছে এমন কোম্পানি থেকে বিমা কিনুন। এই ক্লেইম সেটলমেন্টের অনুপাত দেখায় যে বিগত বছরে একটি বিমা কোম্পানি মোট বিমা দাবির কত শতাংশ নিষ্পত্তি করেছিল।


Insurance Tips : সমস্ত প্রয়োজনীয় তথ্য বিমা কোম্পানিকে দিন
বিমা কোম্পানিকে সবসময় সঠিক তথ্য দিতে হবে। বিমা কোম্পানিগুলো বলছে, পলিসি হোল্ডারদের দেওয়া ভুল তথ্যের কারণে দাবি নিষ্পত্তিতে সমস্যা হয়। বিশেষ করে চিকিৎসার ইতিহাস অবশ্যই প্রকাশ করতে হবে পলিসি হোল্ডারকে।


Insurance : রাইডার বা অ্যাড-অন সুবিধা
প্রয়োজন হলেই রাইডার বা অ্যাড-অন সুবিধা কিনুন। পলিসি রাইডার বা অ্যাড-অন বেনিফিট মানে যে কোনও বিমা পলিসির সাথে 'অ্যাটাচমেন্ট'। রাইডাররা প্রিমিয়াম খরচ বাড়ায়। তাই শুধুমাত্র প্রয়োজন হলেই রাইডারদের অন্তর্ভুক্ত করুন।


আরও পড়ুন: EPF Subscriber Update: EPF-এর এই নিয়মে বড় পরিবর্তন, আপনি জানেন তো ?


আরও পড়ুন : SBI two-wheeler loans: ২৫৬ টাকার EMI-তে দু'চাকার লোন, দারুণ অফার দিচ্ছে SBI