নয়া দিল্লি : স্বাধীনতা দিবসের প্রাক্কালে ড্রোন হামলার আশঙ্কা। দিল্লি পুলিশকে সতর্ক করল নিরাপত্তা এজেন্সি। দিল্লি পুলিশকে ইন্টেলিজেন্স এজেন্সির তরফে বলা হয়েছে, ১৫ অগাস্টের আগে বড়সড় নাশকতার পরিকল্পনা করছে জঙ্গিরা। রাজধানীতে 'অপারেশন জিহাদ'-এর পরিকল্পনা রয়েছে জঙ্গিদের। এই পরিস্থিতিতে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে এজেন্সির তরফে।
ইন্টেলিজেন্স ব্যুরোর তরফে বলা হয়েছে, স্বাধীনতা দিবসের আগে বিশেষ করে ৫ অগাস্ট হামলা চালানোর পরিকল্পনা করছে জঙ্গিরা। দুই বছর আগে ওই দিনেই ৩৭০ ধারা বাতিল করেছিল মোদি সরকার। এক্ষেত্রে জঙ্গিরা ড্রোন হামলা চালাতে পারে।
এদিকে এজেন্সির তরফে এই বার্তা পাওয়ার পর সতর্ক রয়েছে দিল্লি পুলিশ। ড্রোন হামলা রোধ করতে বা দেশের যে কোনও ধরনের ক্ষতি ঠেকাতে অন্য রাজ্যের নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে প্রশিক্ষণ চলছে দিল্লি পুলিশের। দুটি ধাপে পুলিশের প্রশিক্ষণ হচ্ছে।
সফ্ট স্কিল : যখন সাধারণ ড্রোন অ্যাক্টিভিটি দেখা যাবে তখন অ্যাকশন নেওয়া।
হার্ড স্কিল : যদি উড়ন্ত কিছু দেখা যায় বা ড্রোনের সন্দেহজনক গতিবিধি পরিলক্ষিত হয়, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে পুলিশকে।
সম্প্রতি জম্মুতে ড্রোন হামলার পর সতর্কতা জারি করেছেন দিল্লির পুলিশ কমিশনার বালাজি শ্রীবাস্তব। এছাড়া সম্প্রতি বিশাল পরিমাণ বিস্ফোরক সহ দুই আলকায়দা জঙ্গিকে গ্রেফতার করেছে লখনউ পুলিশ। জানা গেছে, ওই জঙ্গিরা স্বাধীনতা দিবসের প্রাক্কালে উত্তরপ্রদেশে হামলা চালানোর পরিকল্পনা করছিল।
প্রসঙ্গত, গত ২৬ জুন, গভীর রাতে, ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয় জম্মুর এয়ারফোর্স স্টেশনে। এয়ার ট্রাফিক সিগনাল বিল্ডিংয়ের পাশের একটি বাড়ির ছাদে এসে পড়ে বোমা। বিস্ফোরণে আহত হন ২ জওয়ান। তার ২৪ ঘণ্টার মধ্যেই কালুচক সেনাঘাঁটির কাছে ড্রোন দেখা যায়। ড্রোন লক্ষ্য করে গুলিও চালানো হয়। পরের দিন সুঞ্জুয়ানে এক রাতে ৩ বার আকাশে সন্দেহজনক ড্রোনের দেখা মেলে। এরপর ১৫ জুলাই রাত ৮টা নাগাদ জম্মুর নান্দপুর, রামগড়, সাম্বা ও মিরাসাহিবে কয়েক মিনিটের ব্যবধানে চারটি ড্রোন উড়তে দেখা যায়।