নয়াদিল্লি: ভোটের কথা মাথায় রেখে আসন্ন অন্তর্বর্তী বাজেটে দেশের আপামর মধ্যবিত্ত শ্রেণির জন্য পসরা ঢেলে সাজিয়ে বসতে চলছে মোদি সরকার। গত সপ্তাহেই, একটি সাক্ষাৎকারে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, মধ্যবিত্ত সম্পর্কে ধারনা পাল্টে দিতে হবে দেশে। এরপরই, মধ্যবিত্তের জন্য একাধিক পরিকল্পনা করে ফেলে কেন্দ্র। যার ঘোষণা হতে পারে মোদি সরকারের শেষ বাজেটে।
সূত্রের খবর, মধ্যবিত্ত শ্রেণিকে বিশেষ সুরাহা দিতে আয়করে অতিরিক্ত ছাড়ের ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এছাড়া, জমায় ছাড়ের ঊর্ধ্বসীমা বৃদ্ধি থেকে শুরু করে পেনশনভোগীদের জন্য করে ছাড় এবং গৃহঋণের সুদের হারে অতিরিক্ত ছাড়ের ঘোষণা হতে পারে বাজেটে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এক আধিকারিক জানান, গত চার বাজেটে বেতনভোগী শ্রেণিকে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। কারণ, এঁরাই সৎ করদাতা। ফলে, অন্তর্বর্তী বাজেটেও সেই ধারা অব্যাহত রাখার চেষ্টা করবে সরকার। নিয়ম ও সীমার মধ্যে থেকে যতটা সম্ভব সুরাহা দেওয়ার চেষ্টা করা হবে মধ্যবিত্তদের।
তিনি যোগ করেন, গত চার বছরে মধ্যবিত্ত শ্রেণির জন্য একাধিক কর-ছাড়ের ব্যবস্থা করেছে কেন্দ্র। এরমধ্যে যেমন আয়করে ছাড়ের ঊর্ধ্বসীমা অতিরিক্ত ৫০ হাজার পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, তেমনই করের স্ল্যাবও কমানো হয়েছে। ফলে, এখন একজন ব্যক্তি সর্বাধিক ৪ লক্ষ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারছেন।
উল্লেখ্য, গতকালই, বছরে ৮ লক্ষ টাকার কম আয়ভুক্ত উচ্চবর্ণের নাগরিকদের জন্য ১০ শতাংশ সংরক্ষণে সবুজ সঙ্কেত দিয়েছে মোদির মন্ত্রিসভা। এখন বাজেটে মধ্যবিত্তদের জন্য বিশেষ ছাড় দিয়ে আগামী লোকসভা ভোটে পুনর্নির্বাচনের লক্ষ্যে ঝাঁপাতে চাইছেন প্রধানমন্ত্রী।