সিডনি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হতে চলা একদিনের সিরিজ ও পরের নিউজিল্যান্ড সফরে বিশ্রাম দেওয়া হল জশপ্রীত বুমরাহকে। অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়া বিরাট কোহলির দলের নির্ভরযোগ্য পেসার বুমরাহ টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স দেখিয়েছেন। ২১টি উইকেট ঝুলিতে পুরে চার টেস্টের সিরিজে অস্ট্রেলিয়ার অফ স্পিনার নাথান লিয়নের সঙ্গে যৌথ ভাবে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হয়েছেন তিনি।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে বলেছে, বোলারের ওয়ার্ক লোড অর্থাত কাজের বোঝার পরিমাণ মাথায় রেখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজের আগে তাঁকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়াই সবচেয়ে ভাল হবে বলে ভাবা হয়েছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে বুমরার বদলি হবেন মহম্মদ সিরাজ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজে দলে রাখা হয়েছে পঞ্জাবের পেসার সিদ্ধার্থ কউলকেও।
মাত্র ১২ মাস আগে ভারতের টেস্ট দলে ঢুকেই তিন ফর্ম্যাটেই এক নম্বর বোলিং অস্ত্র হয়ে উঠেছেন বুমরাহ। ক্রিকেট মহলে এই প্রশ্ন ঘিরে আলোচনা চলছে যে, বুমরা, মহম্মদ শামি, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা, এই ৫ বোলারকে নিয়ে ভারতের বর্তমান পেস আক্রমণ দেশের সর্বকালের সেরা কিনা।
সিডনিতে সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়ার পর বিরাট নিজেই পেসারদের ওপর কাজের চাপ ঠিকমতো ম্যানেজ করার প্রয়োজনীয়তার কথা বলেন। সেই প্রেক্ষিতেই বুমরাহকে বিশ্রাম দেওয়ার ভাবনা। ভারতীয় ক্রিকেট অধিনায়ক বলেন, এই ছেলেদের যত্ন নেওয়া জরুরি, বিশেষ করে ওদের ওয়ার্কলোড ম্যানেজ করা। এটাই আগামীদিনে আমাদের অগ্রাধিকার হবে। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হবে, এরকম আরও তিনটে ছেলে বের করা যারা ক্লান্তিহীন ভাবে এদের সমান জোরে বল করে যেতে পারে।
শনিবার থেকে অস্ট্রেলিয়া, ভারতের তিনটি একদিনের ম্যাচের সিরিজ শুরু হচ্ছে। তারপর ২৩ জানুয়ারি থেকে নিউজিল্যান্ড সিরিজে ৫টি একদিনের ও তিনটি টি ২০ ম্যাচ খেলবে বিরাটের দল।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ, নিউজিল্যান্ড সফরে বিশ্রাম বুমরাহকে, বদলি মহম্মদ সিরাজ
Web Desk, ABP Ananda
Updated at:
08 Jan 2019 01:41 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -