নয়াদিল্লি: নোভেল করোনাভাইরাস সংক্রমণের জেরে বন্ধ  রয়েছে আন্তর্জাতিক বিমান পরিষেবা। কবে থেকে তা ফের শুরু হবে, তা নিয়ে জল্পনা, প্রত্যাশার মধ্যেই দ্বিপাক্ষিক এয়ার বাবল অর্থাত দুদেশের পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে আন্তর্জাতিক বিমান যাত্রা নতুন করে চালু হতে পারে বলে জানাল কেন্দ্র। আজ সাংবাদিক বৈঠকে অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিংহ পুরি বলেন, আন্তর্জাতিক অসামরিক বিমান চলাচল কোভিড সংক্রমণের আগের মতো অবস্থায় না ফেরা পর্যন্ত দ্বিপাক্ষিক এয়ার বাবলই একমাত্র রাস্তা বলে আমার মনে হয়। এয়ার বাবলের মাধ্যমে যতটা সম্ভব যাত্রী পরিবহণ চলতে পারে, যদিও নির্দিষ্ট  শর্তাবলীর আওতায়। কারণ নানা দেশ ভারত সহ বিভিন্ন দেশের যাত্রীদের প্রবেশের ওপর এখনও বিধিনিষেধ চালিয়ে চলেছে।

এয়ার বাবলের আওতায় এয়ার ফ্রান্স দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু ও প্যারিসের মধ্যে ১৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত ২৮টি বিমান, আবার ইউনাইটেড এয়ার দিল্লি, মুম্বই থেকে নেওয়ার্কের মধ্যে ৩১ জুলাই পর্যন্ত ১৮টি ফ্লাইট চালাবে বলেও জানান পুরি।

প্রসঙ্গত, দ্বিপাক্ষিক এয়ার বাবল হল দুটি দেশের মধ্যে হওয়া ট্রাভেল করিডর যারা তাদের আকাশ সীমা খুলে দিয়ে পরস্পরের মধ্যে বিমান যোগাযোগ ফের স্থাপনে আগ্রহী, পরস্পরের বিমানকে নিজের দেশের আকাশপথে ঢুকতে দিতে রাজি। যেসব দেশ  ভাইরাসকে অনেকটা নিষ্ক্রিয় করেছে বা টেস্টিংয়ের সংখ্যায় বিশ্বাস করছে, তাদের মধ্যেই এমন বোঝাপড়া হয়।

চলতি মাসে এর আগেই এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া (এএআই) চেয়ারম্যান অরবিন্দ  সিংহ জানিয়েছিলেন,  আমেরিকা, কানাডা, ইউরোপ ও উপসাগরীয় এলাকার বিভিন্ন দেশের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বাবল বা বোঝাপড়া তৈরির ব্যাপারে ভারত কথাবার্তা চালাচ্ছে যার মাধ্য়মে প্রতিটি দেশ আন্তর্জাতির ফ্লাইট চালাতে পারবে।

এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছিল, আনলক-২ পর্বে ধাপে ধাপে আন্তর্জাতিক যাত্রী পরিষেবা ফের শুরু হবে দেশে। অসামরিক উড়ান সংক্রান্ত ডিরেক্টরেট জেনারেলও এর আগে কেস-টু-কেস বিচার করে বাছাই করা রুটে নির্ধারিত আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু  হতে পারে বলে জানিয়েছিলেন। করোনা সংক্রমণের জেরে ২৩ মার্চ থেকে ভারতে পূর্বনির্ধারিত যাত্রীবাহী বিমান চলাচল স্থগিত রয়েছে।  ঘরোয়া যাত্রিবাহী বিমান পরিষেবাও মার খাচ্ছে অতিমারীর জেরে। পুরি বলেন, দেশীয় বিমান চলছে ৩৩ শতাংশ। আমাদের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলতে হবে।

কোভিড পরিস্থিতির মধ্যে বিশ্বের নানা দেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে বিরাট উদ্ধার অভিযান চালানোয় এয়ার ইন্ডিয়ার ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী। বলেন, বন্দে ভারত মিশনের চতুর্থ পর্ব চলছে। এতে ৬১৯টি ফ্লাইট চলবে। দুলক্ষের ওপর ভারতীয়কে ফেরানো হবে। আমরা প্রতিদিন ২০ হাজার করে লোককে উদ্ধার করে আনছি।