কলকাতা: প্রকাশিত হল পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের পরীক্ষার ফলাফল। পর্ষদের ওয়েবসাইট www.wbbme.org -এ গিয়ে ফল দেখতে পারেন পরীক্ষার্থীরা।


গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির (হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল) ২০২০ পরীক্ষা নেয় মাদ্রাসা শিক্ষা পর্ষদ। প্রচুর পরীক্ষার্থী এবছরের পরীক্ষায় বসেছিল। দীর্ঘদিন ধরেই পরীক্ষার্থীরা ফলপ্রকাশের দিনের দিকে তাকিয়ে ছিল।


পর্ষদের ওয়েবসাইট ছাড়াও রাজ্য সরকারের সরকারি ওয়েবসাইট wbresults.nic.in-এ গিয়েও পরীক্ষার্থীরা ফল দেখতে পারে।


কী করে মাদ্রাসা ফলাফল ২০২০ ডাউনলোড করবে পড়ুয়ারা, পড়ুয়াদের সুবিধার্থে তা সবিস্তারে জানানো হল এখানে--




  • প্রথমে পর্ষদের ওয়েবসাইট www.wbbme.org-এ যেতে হবে।

  • WBBME Results 2020 লিঙ্কের-এর ওপর ক্লিক করতে হবে।

  • পরের পেজে গিয়ে রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য দিতে হবে।

  • তথ্য ভরে submit বটন টিপে পরের পাতায় গিয়ে ফল দেখুন।

  • ফলাফলের পাশাপাশি প্রথম ১০ মেধাতালিকা প্রকাশ করবে পর্ষদ। ওয়েবসাইটের মাধ্যমে শংসাপত্র ডাউনলোড করতে পারবে পড়ুয়ারা।