নয়াদিল্লি: ভারতের করোনা পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা বাড়াল ডিজিসিএ। জানানো হয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত ভারত থেকে কোনও বিমান যেতে বা কোনও বিমান ঢুকতে পারবে না। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে ডিজিসিএ-র তরফে জানানো হয়েছে, কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে বিমান পরিষেবা বন্ধের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ানো হচ্ছে। তবে কার্গো অপারেশনের ক্ষেত্রে এই নির্দেশিকা বলবৎ নয় বলেই জানানো হয়েছে।
গত এপ্রিলে ভয়াবহ হয়েছিল করোনা পরিস্থিতি। সামাল দিতে আগামী ৩১ মে পর্যন্ত আন্তর্জাতিক উড়ান পরিষেবা বন্ধের মেয়াদ বাড়িয়েছিল ডিজিসিএ। তবে পূর্ব নির্ধারিত নির্দিষ্ট কয়েকটি বিমানকে ছাড় দেওয়া হয়েছিল সেই সময়ে।
৩০ এপ্রিল শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে ডিজিসিএ জানিয়েছিল, "আন্তর্জাতিক বিমানে নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৩১ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে। কর্তৃপক্ষের নির্বাচিত কয়েকটি রুটে আন্তর্জাতিক বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ক্ষেত্র বিশেষে বিমান চলাচলে ছাড় থাকছে।"
যদিও কার্গো অপারেশনের ক্ষেত্রে এই নির্দেশিকা বলবৎ নয় বলেই জানানো হয়েছিল। পাশাপাশি অ্যাসোসিয়েশনের অনুমোদন দেওয়া আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রেও এই নির্দেশ কার্যকর হবে না বলে স্পষ্টি করেছিল কর্তৃপক্ষ। একই সঙ্গে জরুরি পরিস্থিতি দেখা দিলে প্রয়োজনে কিছু বিমানের জন্য অনুমতি দেওয়া হতে পারে হলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল।
গত বছরের মে মাস থেকে বন্দে ভারত মিশনের অধীনে এবং জুলাই মাস থেকে নির্দিষ্ট দেশগুলির সঙ্গে দ্বিপাক্ষিক আন্তর্জাতিক এয়ার বাবল-এর মাধ্যমে বিশেষ আন্তর্জাতিক বিমান চলাচল করছিল। করোনা পরিস্থিতিতে এপ্রিলের শেষ সপ্তাহেই ভারতের সমস্ত বিমান বাতিল করেছিল অস্ট্রেলিয়া। একই পথে হেঁটেছে কানাডা, আরব-সহ বেশ কয়েকটি দেশ।
করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে লকডাউনের পথে হেঁটেছে একাধিক রাজ্য। পরিসংখ্যান বলছে, কিছুটা হলেও কমেছে দৈনিক করোনা সংক্রমণ। বিশেষজ্ঞরাও বলছেন লকডাউনেই সুফল পেয়েছে ভারত। তবে পরিস্থিতি আরও খানিকটা বাগে আনা প্রয়োজন। তাই সব দিন খতিয়ে দেখেই ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।
বিস্তারিত আসছে...