বর্তিকা চান, তাঁর এই অনুরোধের সমর্থনে এগিয়ে আসুক অভিনেত্রী এ মহিলা সাংসদরা। এই পদক্ষেপ গৃহীত হলে তা সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। অমিত শাহকে রক্ত দিয়ে চিঠি, নির্ভয়াকাণ্ডের দোষীদের ফাঁসি দেওয়ার ভার চাইলেন শুটার বর্তিকা সিংহ
Web Desk, ABP Ananda | 15 Dec 2019 10:36 AM (IST)
অমিত শাহকে রক্ত দিয়ে চিঠি লিখেছেন বর্তিকা। তাঁর আর্জি, নির্ভয়াকাণ্ডের দোষীদের ফাঁসি দেওয়ার ভার তাঁর উপর দেওয়া হোক।
লখনউ: নির্ভয়াকাণ্ডের অপরাধীদের সাজা হোক একজন মহিলার হাতেই। তাহলে তা দেশের কাছে বিশেষ বার্তাবহ হয়ে উঠবে। এমনটাই মনে করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শুটার বর্তিকা সিংহ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রক্ত দিয়ে চিঠি লিখেছেন বর্তিকা। তাঁর আর্জি, নির্ভয়াকাণ্ডের দোষীদের ফাঁসি দেওয়ার ভার তাঁর উপর দেওয়া হোক। তাঁর মতে, এই জাতীয় ঘৃণ্য অপরাধের মৃত্যুদণ্ড দেওয়ার দায়িত্ব মহিলাদের হাতেই দেওয়া হোক।