নয়াদিল্লি: দেশজুড়ে বাঘ সংরক্ষণের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। এদিন প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন প্রজাতির বাঘের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে এই দেশ অঙ্গীকারবদ্ধ। বাঘ সংরক্ষণের মাধ্যমে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে হবে।
আজ আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। প্রতিবছরই ২৯ জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস পালন করা হয় বিশ্বজুড়ে। যার মূল উদ্দেশ্য, বাঘের নিরাপদ বাসস্থান নিশ্চিত করা, বাঘ সংরক্ষণ ও এই সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা তৈরি করা। এর পাশাপাশি সাধারণ মানুষের মনে বাঘের সম্পর্কে যে ভুল ধারণা ও ভয় দূর করাও এই দিন পালনের উদ্দেশ্য।
আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস উপলক্ষে একাধিক ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, স্থানীয়ভাবে বাঘ সংরক্ষণের উপর জোর দিতে হবে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সারা দেশেই এই কাজ করতে হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, আমাদের শতাব্দী প্রাচীন ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হয়ে উদ্ভিদ এবং প্রাণী একসঙ্গে এই গ্রহে জীবনযাপন করে।
বিশেষ এই দিন উপলক্ষে বন্যপ্রাণ প্রেমীদেরও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। বাঘ সংরক্ষণের জন্য কাজ করেন তাঁদের অভিবাদন জানান প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেছেন, পৃথিবীর মোট বাঘের মধ্যে ৭০ শতাংশ সংরক্ষণ করা হয় ভারতে। তাই বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে বাঘ সংরক্ষণের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার বার্তা নরেন্দ্র মোদির। তিনি জানান, দেশের ১৮ টি রাজ্যে ৫১ টি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র রয়েছে। ২০১৮ সালে বাঘের সংখ্যা বেড়েছিল দেশে। মোদি আরও উল্লেখ করেছেন বাঘ সংরক্ষণ নিয়ে সেন্ট পিটার্সবার্গে ব্যাঘ্র দিবস পালন ঘোষণার চার বছর মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্য ভারত অর্জন করেছে।
উল্লেখ্য, ২০১০ সালে সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত এই দিন পালনের সূচনা হয়। রাশিয়ায় সেন্ট পিটার্সবার্গ টাইগার সামিটে প্রথম বাঘ দিবস পালিত হয়। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল সারা বিশ্বজুড়ে বিভিন্ন প্রজাতির বাঘের জন্য বাসস্থান রক্ষা করা। ওই সামিটে অংশ নিয়েছিল ভারতও।