নয়াদিল্লি: গতকালই রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির হাইভোল্টেজ প্রচারের সুর বেঁধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলায় 'আসল পরিবর্তনে'র ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ব্রিগেডের জনসভায় বাংলার হৃত গৌরব ফিরিয়ে আনার প্রতিশ্রুতি শোনা গিয়েছে তাঁর ভাষণে। এবার বাংলার হাতে তৈরি পাটের ফাইল ফোল্ডারের উচ্ছ্বসিত প্রশংসা প্রধানমন্ত্রীর।আর এই প্রশংসার সঙ্গে আন্তর্জাতিক নারী দিবসে নারীশক্তির জয়গানও করেছেন মোদি। তাঁর ট্যুইট, আমি অবশ্যই হাতে তৈরি পাটের ফাইল ফোল্ডার ব্যবহার করব। রাজ্যের আদিবাসী সম্প্রদায় এগুলো তৈরি করেছে। আপনাদের প্রত্যেকেরই বাংলার এই এই পাটের জিনিস বাড়িতে রাখা উচিত।
Womens Day 2021:‘এই ফাইল-ফোল্ডার অবশ্যই ব্যবহার করব’, ট্যুইটে বাংলার পাটশিল্পের প্রচার মোদির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Mar 2021 03:21 PM (IST)
এভাবে আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের উদ্দেশে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে এই ট্যুইটে তাঁর আত্মনির্ভর ভারত কর্মসূচীর প্রচার সহ বাংলার চটশিল্পের হয়ে সওয়াল করলেন তিনি।
প্রধানমন্ত্রীর ট্যুইটে পাটের তৈরি যে ফোল্ডারের ছবি রয়েছে, সেটির দাম ২২২ টাকা
ফাইল ছবি
Published at: 08 Mar 2021 03:21 PM (IST)