নয়াদিল্লি: গতকালই রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির হাইভোল্টেজ প্রচারের সুর বেঁধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলায় 'আসল পরিবর্তনে'র ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ব্রিগেডের জনসভায় বাংলার হৃত গৌরব ফিরিয়ে আনার প্রতিশ্রুতি শোনা গিয়েছে তাঁর ভাষণে। এবার বাংলার হাতে তৈরি পাটের ফাইল ফোল্ডারের উচ্ছ্বসিত প্রশংসা প্রধানমন্ত্রীর।আর এই প্রশংসার সঙ্গে আন্তর্জাতিক নারী দিবসে নারীশক্তির জয়গানও করেছেন মোদি। তাঁর ট্যুইট, আমি অবশ্যই হাতে তৈরি পাটের ফাইল ফোল্ডার ব্যবহার করব। রাজ্যের আদিবাসী সম্প্রদায় এগুলো তৈরি করেছে। আপনাদের প্রত্যেকেরই বাংলার এই এই পাটের জিনিস বাড়িতে রাখা উচিত।
ট্যুইটের সঙ্গে হ্যাশট্যাগ 'নারীশক্তি' ব্যবহার করেছেন তিনি।
এভাবে আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের উদ্দেশে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে এই ট্যুইটে তাঁর আত্মনির্ভর ভারত কর্মসূচীর প্রচার সহ বাংলার চটশিল্পের হয়ে সওয়াল করলেন তিনি।
প্রধানমন্ত্রীর ট্যুইটে পাটের তৈরি যে ফোল্ডারের ছবি রয়েছে, সেটির দাম ২২২ টাকা।ভারতীয় হস্তশিল্পের প্রসারের লক্ষ্যে তৈরি ভারত সরকারের ওয়েসবাইট ট্রাইবস অফ ইন্ডিয়া থেকে ওই সামগ্রী অনলাইনে কেনা হয়েছে।
প্রধানমন্ত্রীর এই ট্যুইটের সঙ্গে অনেকেই বাংলার ভোটের যোগ দেখতে পেয়েছেন। বাংলার পাট শিল্পের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী রাজ্যের মানুষকে বার্তা দিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক মহলের কেউ কেউ।
সূত্রের খবর, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদির সরকার পাটের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর চিন্তাভাবনা করছে। এরইমধ্যে তাঁর এই ট্যুইট রাজ্যের কৃষকদের কাছে পৌঁছনোর বার্তা বলেই মনে করছে রাজনৈতিক মহল।
একটা সময় রাজ্যের অন্যতম প্রধান শিল্প ছিল পাটশিল্পী। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রাজ্যের এই শিল্পের অবস্থা অত্যন্ত বেহাল হয়ে উঠেছে। এই শিল্প এখন অবহেলার শিকার।