নয়াদিল্লি: চিন থেকে ১.৩ মিলিয়ন মাস্কের বরাদ দিয়েছিল নেদারল্যান্ডস। তার মধ্যে অর্ধেকটাই চলে এসেছে। ৬ লক্ষ মাস্ক নেদারল্যান্ডসের বিভিন্ন হাসপাতালেও পাঠানো হয়েছে। তবে সেগুলোর গুণগত মান এতোই খারাপ যে চিকিৎসকরা তা ব্যবহার করবেন না বলে জানিয়ে দিয়েছেন। এরপরই ডাচ স্বাস্থ্যমন্ত্রী সরকারি বিবৃতি দিয়ে জানিয়ে দেন, তাঁরা চিনা মাস্ক ব্যবহার করবেন না। এমনকি বাকি যে মাস্ক এখনও চিন থেকে আসা বাকি, সেটাও আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
দেখুন: করোনার ভয়ে এটিএম থেকে চুরি হচ্ছে স্যানিটাইজার, ভিডিও ভাইরাল
সংবাদসংস্থায় প্রকাশিত খবর অনুযায়ী ডাচ স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতি, “দ্বিতীয়বার পরীক্ষার পরও কাঙ্খিত গুণগত মানের ধারের কাছেও যায়নি এই মাস্ক। সুতরাং এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমদানিকৃত মাস্ক ব্যবহার করা হবে না।”
শুধু নেদারল্যান্ডসই নয়, করোনার মতো মহামারীর সময় মাস্ক সহ আরও মেডিক্যাল যন্ত্রপাতি সার্বিয়া, লিবিয়া, ফ্রান্স, ফিলিপিন্স, চেক রিপাব্লিকের মতো দেশে রপ্তানি করেছে চিন। এই সময়ে দাঁড়িয়ে নেদারল্যান্ডসে করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৭০০। ইউরোপের দক্ষিণের এই দেশে ইতিমধ্যেই ৬৩০ জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।