এই মুহূর্তে এক বোতল স্যানিটাইজারের জন্য পৃথিবীর মানুষের হাহাকার পরিষ্কার ধরা পড়েছে ভিডিওটিতে। অনলাইনে সুপারহিট এই ভিডিও এরই মধ্যে দেখে ফেলেছেন লাখের ওপর মানুষ। করোনার ভয়ে এটিএম থেকে চুরি হচ্ছে স্যানিটাইজার, ভিডিও ভাইরাল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Mar 2020 02:30 PM (IST)
এই মুহূর্তে এক বোতল স্যানিটাইজারের জন্য পৃথিবীর মানুষের হাহাকার পরিষ্কার ধরা পড়েছে ভিডিওটিতে।
ইসলামাবাদ: করোনাভাইরাসের ভয়ে বিশ্বসুদ্ধ লোক এখন ঘন ঘন হাত ধুয়ে ফেলছেন, মুখে মুখোশ টুখোশ পরছেন, আরও কত কী করছেন। এদিকে দেশে বিদেশে সর্বত্র স্যানিটাইজারের আকাল। কিন্তু করোনার হাত থেকে বাঁচতে মরিয়া মানুষ চুরির পথ নিতেও দ্বিধা করছেন না। পাকিস্তানি সাংবাদিক নায়লা ইনায়ত শেয়ার করেছেন এই ভিডিওটি। ৩১ সেকেন্ডের ফুটেজে দেখা যাচ্ছে, একজন এটিএম থেকে টাকা তুলতে এসেছেন। টাকা তুললেন, পকেটে ঢোকালেন। নজর পড়ল পাশে রাখা স্যানিটাইজারের বোতলের দিকে। ওমা, বোতল থেকে কয়েক ফোঁটা কোথায় হাতে ঢালবেন তা নয়, খপাৎ করে গোটা বোতলটাই পকেটে ঢুকিয়ে ফেললেন। তারপর ধাঁ।