কল্পনা চাওলার নামে মহাকাশযানের নামকরণ হচ্ছে, জানাল মার্কিন সংস্থা

হরিয়ানার কার্নালে জন্ম কল্পনার। সেখানেই তাঁর বেড়ে ওঠা।

Continues below advertisement
ওয়াশিংটন: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এরপর যে মহাকাশযানের মাধ্যমে রসদ পাঠানো হবে, সেটির নাম রাখা হচ্ছে ‘এস এস কল্পনা চাওলা’। সিগনাস মহাকাশযান প্রস্তুতকারী সংস্থা নর্থরপ গ্রাম্মানের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, ‘আজ আমরা নাসার প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা মহাকাশচারী কল্পনা চাওলাকে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছি। মানুষের মহাকাশ অভিযানের ক্ষেত্রে তাঁর অবদান স্মরণীয়।’ কল্পনার নামাঙ্কিত এই মহাকাশযান উৎক্ষেপণের দিন স্থির হয়েছে ২৯ সেপ্টেম্বর।
হরিয়ানার কার্নালে জন্ম কল্পনার। সেখানেই তাঁর বেড়ে ওঠা। ২০০৩-এর ১৬ জানুয়ারি নাসার মহাকাশযান কলম্বিয়ার সঙ্গে মহাকাশে যান তিনি। কিন্তু ১ ফেব্রুয়ারি পৃথিবীতে ফিরে আসার সময় সেই মহাকাশযান ধ্বংস হয়ে যায়। কল্পনা সহ সেই মহাকাশযানে থাকা প্রত্যেকেরই মৃত্যু হয়। কল্পনার পর দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত মহিলা মহাকাশচারী হওয়ার গৌরব অর্জন করেন সুনীতা উইলিয়ামস। তিনি ২০০৬ সালে মহাকাশে যান। ৬ মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটানোর পাশাপাশি চারবার মোট ২৯ ঘণ্টা ১৭ মিনিট স্পেসওয়াক করেন তিনি। এরপর ২০১২ সালে ফের মহাকাশে যান সুনীতা। সেবার পাঁচ মাস মহাকাশে কাটান তিনি।
Continues below advertisement
Sponsored Links by Taboola