হরিয়ানার কার্নালে জন্ম কল্পনার। সেখানেই তাঁর বেড়ে ওঠা। ২০০৩-এর ১৬ জানুয়ারি নাসার মহাকাশযান কলম্বিয়ার সঙ্গে মহাকাশে যান তিনি। কিন্তু ১ ফেব্রুয়ারি পৃথিবীতে ফিরে আসার সময় সেই মহাকাশযান ধ্বংস হয়ে যায়। কল্পনা সহ সেই মহাকাশযানে থাকা প্রত্যেকেরই মৃত্যু হয়।
কল্পনার পর দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত মহিলা মহাকাশচারী হওয়ার গৌরব অর্জন করেন সুনীতা উইলিয়ামস। তিনি ২০০৬ সালে মহাকাশে যান। ৬ মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটানোর পাশাপাশি চারবার মোট ২৯ ঘণ্টা ১৭ মিনিট স্পেসওয়াক করেন তিনি। এরপর ২০১২ সালে ফের মহাকাশে যান সুনীতা। সেবার পাঁচ মাস মহাকাশে কাটান তিনি।