নয়াদিল্লি: আইএনএক্স মিডিয়া মামলায় দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করলেন পি চিদম্বরম। মঙ্গলবার তিনি এ ব্যাপারে সিবিআইয়ের দায়ের করা মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেও ২৪ অক্টোবর পর্যন্ত তাঁকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হেফাজতে থাকতে হবে।
আইএনএক্স মিডিয়া মামলায় ইডি আলাদা ভাবে তাঁর বিরুদ্ধে বেআইনি অর্থ লেনদেনের অভিযোগের তদন্তে নেমে গত ১৭ অক্টোবর তাঁকে গ্রেফতার করে। এক সপ্তাহের জন্য তাঁকে ইডি-র হেফাজতে পাঠানো হয়।
হাইকোর্ট এর আগে চিদম্বরমের জামিনের আবেদন খারিজ করে, তিনি ছাড়া পেলে সাক্ষীদের প্রভাবিত করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, এই যুক্তিতে। সিবিআই তদন্ত অনেক দূর এগিয়েছে বলেও অভিমত জানান বিচারপতি সুরেশ কুমার কাইত। যদিও গতকাল হাইকোর্টের নির্দেশ খারিজ করে দেয় বিচারপতি আর ভানুমতি, বিচারপতি এ এস বোপান্না, বিচারপতি হৃষিকেশ রায়কে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ, জামিন পেলে চিদম্বরম পালিয়ে যেতে পারেন, তথ্যপ্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কাও আছে, সিবিআইয়ের এই যু্ক্তিও খারিজ করে।
শীর্ষ আদালত জানায়, আর কোনও মামলায় তাঁর প্রয়োজন না হলে চিদম্বরমকে ১ লক্ষ টাকার জামিন বন্ড, সমপরিমাণ অর্থের দুজন জামিনদারের শর্তে জেল থেকে ছেড়ে দেওয়া হোক। শীর্ষ আদালতের আরও নির্দেশ, ইতিমধ্যে না দিয়ে থাকলে চিদম্বরমকে তাঁর পাসপোর্ট বিশেষ আদালতে জমা দিতে হবে, বিনা অনুমতিতে তিনি দেশ ছাড়বেন না। জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেই তাঁকে হাজিরা দিতে হবে।
২০০৭ সালে আইএনএক্স মিডিয়াকে বিদেশ থেকে ৩০৫ কোটি টাকা গ্রহণের জন্য বিদেশি বিনিয়োগ প্রমোশন বোর্ডের (এফআইপিবি) ছাড়পত্র মঞ্জুর করায় অনিয়মের অভিযোগে চিদম্বরমের বিরুদ্ধে তদন্ত চলছে। সে সময় তিনি ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ২০১৭-র মে মাসে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই। পরে বেআইনি অর্থ লেনদেনের মামলা রুজু করে ইডি।
আইএনএক্স মিডিয়া মামলায় জামিন চেয়ে দিল্লি হাইকোর্টে চিদম্বরম
Web Desk, ABP Ananda
Updated at:
23 Oct 2019 01:45 PM (IST)
হাইকোর্ট এর আগে চিদম্বরমের জামিনের আবেদন খারিজ করে, তিনি ছাড়া পেলে সাক্ষীদের প্রভাবিত করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, এই যুক্তিতে। সিবিআই তদন্ত অনেক দূর এগিয়েছে বলেও অভিমত জানান বিচারপতি সুরেশ কুমার কাইত। যদিও গতকাল হাইকোর্টের নির্দেশ খারিজ করে দেয় বিচারপতি আর ভানুমতি, বিচারপতি এ এস বোপান্না, বিচারপতি হৃষিকেশ রায়কে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ, জামিন পেলে চিদম্বরম পালিয়ে যেতে পারেন, তথ্যপ্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কাও আছে, সিবিআইয়ের এই যু্ক্তিও খারিজ করে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -