কলকাতা: ডেভিড ওয়ার্নারের দুঃস্বপ্ন হয়ে উঠতে চলেছেন ইংল্যান্ডের জোফ্রা আর্চার। শনিবারের ম্যাচে ফের তিনি প্যাভিলিয়নে ফিরিয়েছেন ওয়ার্নারের মট তারকা ব্যাটসম্যানকে। আর এই একটি উইকেটই তাঁকে এনে দিয়েছে পঞ্চাশহাজার টাকার একটি এক্সবক্স।

রাজস্তান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের শনিবার ম্যাচে জনি বেয়ারস্টো আউট হয়ে যাওয়ার পর মণীশ পাণ্ডে আর ওয়ার্নার ক্রিজে জমে বসেছিলেন। পার্টনারশিপে ৫০ রানের বেশি উঠে গিয়েছিল, শুধু ওয়ার্নারের হাত খোলার অপেক্ষা। ঠিক সে সময় ১৫তম ওভারে রয়্যালস অধিনায়ক স্টিভ স্মিথ ডেকে নিলেন জোফ্রা আর্চারকে। আর ফের আউট ওয়ার্নার।

এই প্রথম অবশ্য নয়, এর আগেও বারেবারে ওয়ার্নারকে তুলেছেন আর্চার। গত মাসে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজে একদিনের ম্যাচ আর টি২০ মিলিয়ে মোট পাঁচবার তাঁরা মুখোমুখি হন, চারবারই ওয়ার্নার আউট হয়েছেন আর্চারের বলে। গত বছরেও অ্যাশেজ সিরিজে আর্চার তিনবার ওয়ার্নারকে আউট করে দেন। কিন্তু এবারের ম্যাচ তাঁকে এনে দিয়েছে একটি এক্সবক্স। ম্যাচ শুরুর আগে এক্সবক্স ইউকে-কে আর্চার প্রশ্ন করেন, এই গেমিং কনসোলটি জিততে তাঁকে কটা উইকেট পেতে হবে। জবাবে এক্সবক্স তাঁকে বলে, একটা পেলেই চলবে, তবে সেটা ওয়ার্নারের চাই।




কথা রেখেছেন আর্চার, জিতে নিয়েছেন ভিডিও গেম খেলার আধলাখ টাকার এক্সবক্স।

ম্যাচে রাজস্থান রয়্যালস সানরাইজার্সকে ৫ উইকেটে হারিয়েছে। ১৫৯ রান তাড়া করতে নেমে ৭৮ রানে ৫ উইকেট খুইয়েছিল রয়্যালস। কিন্তু রাহুল তেওয়াটিয়া ও রিয়ান পরাগের ৮৫ রানের অপরাজিত জুটি ১ বল বাকি থাকতে দলকে জয়ের চৌকাঠ পেরিয়ে দেয়।