- ac.in-তে যান।
- ক্লিক করুন ফাইনাল অ্যান্সার কি ২০২০ লিঙ্কে।
- স্ক্রিনে আসবে একটি পিডিএফ ফাইল।
- ডাউনলোড করে প্রিন্টআউট রেখে দিন, ভবিষ্যতে দরকার পড়তে পারে।
আজ বার হতে পারে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টের ফল, চোখ রাখুন ওয়েবসাইটে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Oct 2020 08:57 AM (IST)
দেশের সেরা মেডিক্যাল কলেজগুলিতে ভর্তি হতে গেলে নিট-এ এনটিএ-র ঠিক করে দেওয়া ন্যূনতম নাম্বার পেতে হবে।
কলকাতা: ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ওরফে নিট ২০২০-এর ফল আজ প্রকাশিত হতে পারে। পরীক্ষার্থীরা চোখ রাখুন অফিসিয়াল ওয়েবসাইট ntaneet.ac.in-এ। গোটা দেশে আন্ডারগ্র্যাজুয়েট মেডিক্যাল কোর্সে ভর্তির পরীক্ষাটি নিয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। তাদের আধিকারিকরা জানিয়েছেন, সম্ভবত আজ অনলাইনে পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। ntaneet.ac.in-র পাশাপাশি ফল জানা যাবে mcc.nic.in-এ। পাশাপাশি এনটিএ নিট-এর ফাইনাল অ্যান্সার কি-ও পরীক্ষার ফলের পাশাপাশি আজ প্রকাশ করতে পারে। একবার ফাইনাল অ্যান্সার কি বেরিয়ে গেলে নিটে বসা পড়ুয়ারা এনটিএ-র ওয়েবসাইটে গিয়ে ৬টি সেট (ই১-ই৬, এফ১-এফ৬, জি১-জি৬, এইচ১-এইচ৬) দেখে নিতে পারবেন। এবার দেখে নিন, কীভাবে দেখবেন ফাইনাল অ্যান্সার কি