কলকাতা: অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। তবে আগের থেকে অবস্থার আর অবনতি হয়নি, স্থিতিশীল রয়েছেন তিনি। জানা গিয়েছে বেলভিউ নার্সিংহোম সূত্রে।

তবে দ্বিতীয়বার প্লাজমা থেরাপির পর বর্ষীয়াণ অভিনেতার শরীরের কিছুটা উন্নতি হয়েছে। রাতে তাঁর ভাল ঘুম হয়েছে, মস্তিষ্কের অস্বস্তিও কমেছে কিছুটা। আজ দুপুরে তাঁর মস্তিষ্কের এমআরআই হবে। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সৌমিত্র, গত সপ্তাহ থেকে হাসপাতালে চিকিৎসাধীন তিনি।