রাঁচি: আইপিএলে ভারতীয় সহ বিভিন্ন দেশের তারকা ক্রিকেটারদের টক্কর দেখার অপেক্ষার অবশেষে অবসান হতে চলেছে। লক্ষ লক্ষ ক্রিকেটপ্রেমীদের সেই অপেক্ষার অবসান হচ্ছে। সেইসঙ্গে প্রতীক্ষার পর্ব কাটতে চলেছে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির অনুরাগীদেরও। এক বছরেরও বেশি সময় তাঁকে বাইশ গজে দেখা যায়নি। এবার আগামী আইপিএলে চেনা হলুদ জার্সিতে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে দেখা যাবে মাহিকে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে বসতে চলেছে ত্রয়োদশ আইপিএলের আসর।
জানা গেছে, চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনি আইপিএলের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। তিনি রাঁচির জেএসসিএ স্টেডিয়ামের ইন্ডোর ফেসিলিটিতে গিয়ে বোলিং মেশিনের সামনে কিছুক্ষণ ব্যাটিং অনুশীলন করেছেন।
কোভিড-১৯ অতিমারীর এই সময়ে রাঁচিতে খুব বেশি বোলার নেই। তাই মাহির কাছে নেটে অনুশীলন করে আসন্ন আইপিএলে ব্যাটিং অস্ত্রে শান দেওয়ার সুযোগ ততটা নেই।
ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেছেন, গত সপ্তাহেই জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে চত্বরে এসেছিলেন ধোনি। তিনি বোলিং মেশিনের সামনে ইন্ডোর ফেসিলিটিতে ব্যাটিং অনুশীলনও করেন।
ওই আধিকারিক বলেছেন, সপ্তাহের শেষের দুই দিন ধোনি ব্যাটিং অনুশীলন করেছিলেন। তারপর অবশ্য আর আসেননি।
ধোনি ফের অনুশীলন করতে আসবেন কিনা, তা তাঁর জানা নেই বলে জানিয়েছেন ওই আধিকারিক।


উল্লেখ্য, কোভিড-১৯ লকডাউনের আগে ধোনি জেএসসিএ-তে নিয়মিত অনুশীলন করতেন। লকডাউনের কারণে আইপিএল স্থগিত হয়ে গিয়েছিল। এবার সংযুক্ত আরব আমিরশাহীতে টুর্নামেন্টের আগে ধোনি অনুশীলনে ইতিমধ্যেই ফিরেছেন। সংযুক্ত আরব আমিরশাহীতে রওনা দেওয়ারর আগে সিএসকে-র সদস্যরা চেন্নাইতে আসবেন। তার আগে ধোনি রাঁচির স্টেডিয়ামেই অনুশীলন সেরে নিতে পারেন ধোনি।