নয়াদিল্লি: কাতারে আমেরিকার সেনা ক্যাম্পে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরান। আমেরিকার আল আসাদ সেনা ক্যাম্পে আছড়ে পড়ল ইরানি ক্ষেপণাস্ত্র। আমেরিকার সেনা ক্যাম্পে অন্তত ৬টি ইরানি ক্ষেপণাস্ত্র হানা হয়েছে বলে সূত্রের খবর। জানা যাচ্ছে, আমেরিকায় থাকা ৯টি মধ্য প্রাচ্যের দেশে হামলা চালিয়েছে ইরান। কাতারে আমেরিকার উপর হামলা করা হয়েছে, বিস্ফোরণ হয়েছে দোহাতেও।ইরানি হামলার পরেই আকাশসীমা বন্ধ করে দিল কাতার।

জাতীয় সুরক্ষা পরিষদের জরুরি বৈঠক ডাকলেন ডোনাল্ড ট্রাম্প। 'অপারেশন বাশারত আল ফাত' নামে কাতারে ইরান হামলা করেছে বলে জানা যাচ্ছে। কাতারের মধ্য দোহা, উত্তর লুসেইলে পরপর  ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। জাতীয় সুরক্ষা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবে দেখা গিয়েছে আমেরিকার যুদ্ধ বিমান। সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত, বাহারিন, সিরিয়া, জর্ডন, ওমান ও ইরাকে শোনা গিয়েছে সাইরেনের শব্দ, খবর সূত্রের।

ইতিমধ্যেই আকাশসীমা বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। মধ্য প্রাচ্যের বেশ কয়েকটি দেশে ইরানের হামলা হয়েছে বলে জানা যাচ্ছে।  মধ্য প্রাচ্যের ৯টি দেশে আমেরিকার বেস ক্যাম্পে ইরানি হামলা হয়েছে। কাতারের সঙ্গে ইরাকে আমেরিকার বেস ক্যাম্পেও হামলা করা হয়েছে। মধ্যপ্রাচ্যের একাধিক দেশে আমেরিকার বেস ক্যাম্পে হামলা হয়েছে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে পৌঁছেছেন ট্রাম্প। কোথায় কী পরিস্থিতি খতিয়ে দেখছেন তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকের আইন আল-আসাদ বিমান ঘাঁটিতেও তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। এদিকে, হোয়াইট হাউস বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কাতারের আল উদেদ বিমান ঘাঁটিতে হুমকির উপর ভীষণ গুরুত্ব দিয়ে নজর রাখছে। কাতারের আল-উদেদ বিমান ঘাঁটিতে সম্ভাব্য হুমকির দিকে কড়া নজর রাখছে হোয়াইট হাউস ও মার্কিন প্রতিরক্ষা দপ্তর। এর আগে কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

সোমবার জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি শংভু এস কুমারন বলেন, পশ্চিম এশিয়ায় ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের মতো উত্তেজনার মধ্যে পরমাণু তৈরির কেন্দ্রগুলির নিরাপত্তা নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত। ইরানের পরিস্থিতি নিয়ে আইএইএ বোর্ড অফ গভর্নরস-এর বিশেষ বৈঠকে ভারতের বিবৃতি দেওয়ার সময় রাষ্ট্রদূত কুমারন বলেন, 'জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য এই ধরনের হামলার সম্ভাব্য পরিণতির কথা মাথায় রেখে পরমাণু কেন্দ্রগুলির নিরাপত্তা নিশ্চিত করাটাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন ট্রাম্প।