নয়াদিল্লি: সরকারি ভাবে ঘোষণা না হলেও, ইরান বনাম ইজরায়েল সংঘাত ক্রমশ যুদ্ধের আকার ধারণ করছে। আর সেই আবহেই ইজরায়েলের অন্দরে, তেল আভিভে মোসাদের (Mossad) সদর দফতর হামলা চালানো হয়েছে বলে দাবি করল ইরান। সেই সঙ্গে গিলটে ইজরায়েলি সামরিক গোয়েন্দা বিভাগের সদর দফতর AMAN-এও হামলা চালানো হয়েছে বলে দাবি তেহরানের। যদিও ইজরায়েল হামলার কথা অস্বীকার করেছে। (Iran-Israel Conflict)
ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC)-র তরফে মোসাদের দফতরে হামলা চালানোর কথা জানানো হয়। তাদের সংবাদ সংস্থা Tasnim News Agency IRGC-র বিবৃতি তুলে ধরে, যাতে বলা হয়, ‘আজ সকালে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এ্যারোস্পেস বাহিনী,জায়োনিস্ট শাসকের সামরিক গোয়েন্দা দফতর AMAN এবং তেল আভিভে তাদের সন্ত্রাসী অভিযানের কেন্দ্র মোসাদের দফতরে হামলা চালিয়েছে। ইজরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা টপকে আঘাত হানা হয়েছে। ওই দফতরে এখন আগুন জ্বলছে’। (Iran-Israel War)
ইজরায়েল যদিও ইরানের দাবি খারিজ করেছে। তাদের দাবি, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র মোসাদের দফতরের কাছে একটি বাস পার্কিং লটে গিয়ে পড়ে। যদিও এ নিয়ে নানা তথ্য সামনে আসছে। ইরানের হামলায় ইজরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, হার্জিলিয়াতে মোসাদের সদর দফতরটিতে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় হামলার ভিডিও-ও সামনে এসেছে, আমেরিকার CNN-এর রিপোর্টিংয়েও মোসাদের দফতরে হামলার ঘটনার উল্লেখ মিলেছে। তবে এই দাবির সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
গভীর রাতেও ইজরায়েলের উপর আঘাত হানা হয়েছে বলে দাবি ইরানের। তাদের দাবি, হাফিয়ায় ইজরায়েলের শক্তিশালী ড্রোন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জেরুসালেমেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর। মঙ্গলবার পঞ্চম দিনে পড়েছে ইরান বনাম ইজরায়েল সংঘাত। আলজিরিয়া, বাহরাইন, মিশর, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি, জর্ডান-সহ ২০টি দেশ ইরান বনাম ইজরায়েলে সংঘাতে ইতি চেয়ে আবেদন জানিয়েছে।
ইরানের দাবি, জনবহুল এলাকাতে হামলা চালিয়েছে ইজরায়েল, যাতে মহিলা ও শিশু-সহ ২২৪ জন নিরীহ নাগরিকের প্রাণ গিয়েছে। আহতের সংখ্য়া ১২৫৭। এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ইরানকে হুঁশিয়ারি দেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার সেনার গায়ে হাত দিলে ফল ভাল হবে না বলে জানিয়েছেন তিনি। অন্য দিকে, আমেরিকার তীব্র সমালোচনা করেছে চিন। ট্রাম্প যুদ্ধের আগুনে হাওয়া দিচ্ছেন বলে অভিযোগ তাদের।