নয়াদিল্লি : 'বেপরোয়া উস্কানির জন্য কঠোর শাস্তির মুখে পড়তে হবে।' ইজরায়েল ও আমেরিকার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। ইরানের ৩টি পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার প্রতিক্রিয়ায় এক্স হ্যান্ডেলে ইরানের সর্বোচ্চ নেতা লেখেন, "শাস্তি জারি রয়েছে। ইহুদি শত্রুরা বড় ভুল করে ফেলেছে, বড় অপরাধ করেছে। ওদের শাস্তি দেওয়া হবে এবং শাস্তি দেওয়াও হচ্ছে। এই মুহূর্তেও শাস্তি দেওয়া হচ্ছে।"

ইরান-ইজরায়েল যুদ্ধে এবার জড়িয়ে পড়ল আমেরিকা। ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে এয়ার স্ট্রাইক করল আমেরিকা। আর এর পরেই প্রশ্ন উঠে গেল, যুদ্ধের দশম দিনে আমেরিকার হস্তক্ষেপের পর এবার কোন দিকে মোড় নেবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। এবার কি ইরান-ইজরায়েলের সংঘাতকে সামনে রেখে আড়াআড়ি ভাগ হয়ে যাবে বিশ্বের শক্তিশালী দেশগুলো ? কী ভূমিকা নেবে ইরানের বন্ধু বলে পরিচিত রাশিয়া ও চিন ? এরই মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বললেন নরেন্দ্র মোদি। পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

বারবার হুমকি দিচ্ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। জরুরি ভিত্তিতে কানাডার G7 বৈঠক থেকে ফিরে এসেছিলেন ! ওদিকে আমেরিকার মিসৌরির হোয়াইটম্যান এয়ার ফোর্স বেস থেকে রওনা দিয়েছিল B2 স্টেলথ বোমারু বিমান ! ইরান-ইজরায়েল সংঘাত ক্রমশ বাড়ছিলই ! দশম দিনে আরও ভয়ঙ্কর রূপ নিল যুদ্ধ ! ইজরায়েল-ইরান যুদ্ধে এবার এন্ট্রি নিল আমেরিকা। সরাসরি ইজরায়েলের পক্ষ নিয়ে ইরানে এয়ার স্ট্রাইক করল ওয়াশিংটন। ফলে প্রশ্ন উঠে গেল, মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের যে কালো মেঘ জমেছে, সেটাই কি এবার চেহারা নেবে তৃতীয় বিশ্বযুদ্ধ নামক ঝড়ে ? ইরান-ইজরায়েলের যুদ্ধকে সামনে রেখে আড়াআড়ি ভাবে ভাগ হয়ে যাবে বিশ্বের শক্তিধর দেশগুলো ?

এদিকে ইরান-ইজরায়েল দু'দেশের সঙ্গেই ভারতের কূটনৈতিক সুসম্পর্ক রয়েছে। এই অবস্থায় ভারতের অবস্থান কী হয়, সেদিকেই নজর ছিল অনেকের। এই পরিস্থিতিতে এদিন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন নরেন্দ্র মোদি। এরপর সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা হয়েছে। বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছি। অবিলম্বে উত্তেজনা হ্রাস করে আলোচনা এবং কূটনীতির পথে এগিয়ে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছি।    কিন্তু প্রশ্ন হচ্ছে, এত সহজেই কি এই যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে? কারণ এয়ার স্ট্রাইকের পর হুমকি দিয়ে রেখেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেছেন, এই জঘন্য ঘটনার চিরস্থায়ী পরিণতি অবশ্যম্ভাবী।