নয়াদিল্লি: এবার আমেরিকার সেনার উপরে ইরানের হামলা (US Iran Tension) ! কাতারে আমেরিকার সেনা ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র। 'আমেরিকার সেনা ঘাঁটিতে হামলার আগে কাতারকে জানায় ইরান। কাতারের কোনও মানুষ আমাদের নিশানায় নয়, টার্গেট শুধু আমেরিকা', আগাম জানিয়েই কাতারে আমেরিকার সেনার উপরে ইরানের হামলা। কাতারে ভারতীয়দের সতর্ক থাকতে বলল বিদেশমন্ত্রক।
আরও পড়ুন, আমেরিকার হামলার পাল্টা হামলা ইরানের !
আমেরিকার হামলার পরও নতিস্বীকারে নারাজ ইরান। বরং পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে আমেরিকার সেনা ঘাঁটিতেই হামলা চালাল তারা। এই হামলার পরই হোয়াইট হাউসে সিচুয়েশন রুমে পৌঁছে যান ডোনাল্ড ট্রাম্প। ডাকেন নিরাপত্তা পরিষদের বৈঠক। যার ফলে প্রশ্ন উঠছে, এরপর আমেরিকা কী করবে? পরমাণু-কেন্দ্রে আমেরিকার হামলার পরই ইরান স্পষ্ট বার্তা দিয়েছিল, তারা শেষ অবধি লড়বে!
আমেরিকার আঘাতের পর এবার ইরানের সরাসরি প্রত্য়াঘাত!
সোমবার রাত হতেই সরাসরি আমেরিকাকে মিসাইল-চ্য়ালেঞ্জ ছুড়ে দিল তারা। আমেরিকার আঘাতের পর এবার ইরানের সরাসরি প্রত্য়াঘাত! ইরাক-সহ একাধিক দেশে আমেরিকার সামরিক ঘাঁটিতে আঘাত হানল তেহরানের মিসাইল!সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত হওয়ার পরও, আমেরিকার সেনারা ইরাকে থেকে গেছেন। ইরাকের আল-আসাদ ও আরবিল বিমান ঘাঁটি-সহ বিভিন্ন জায়গায় আমেরিকার সেনারা রয়েছেন। সংখ্যাটা প্রায় আড়াই হাজার।
ইরানের প্রত্য়াঘাতের পর রাতেই হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে পৌঁছে যান ডোনাল্ড ট্রাম্প
এবার সেখানেই আমেরিকার সেনা ঘাঁটিতে আঘাত হানল ইরান। সেই সঙ্গে ইরান হুঙ্কার ছেড়েছে, তাদের পরমাণু কেন্দ্রে আমেরিকা যতগুলো মিসাইল ছুড়েছিল, তারই জবাব দেওয়া হয়েছে একই সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়ে। কিন্তু, এবার কী? আমেরিকা কী করবে? তারা কি ইরানের এই চ্য়ালেঞ্জ হজম করবে? নাকি আবার পাল্টা আঘাত হানবে? ইরানের প্রত্য়াঘাতের পর রাতেই হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে পৌঁছে যান ডোনাল্ড ট্রাম্প।
সৌদি আরবের এয়ারবেস থেকে উড়ে যায় আমেরিকার যুদ্ধ বিমান!
তড়িঘড়ি নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকেন তিনি। অন্য়দিকে, সৌদি আরবের এয়ারবেস থেকে উড়ে যায় আমেরিকার যুদ্ধ বিমান! তাহলে কি শীঘ্রই বড় কিছু ঘটতে চলেছে? আমেরিকার সামরিক ঘাঁটিতে ইরানের এয়ার স্ট্রাইকের পরই পাল্টা হামলা করে ইজরায়েল। তেহরানের বিভিন্ন জায়গা থেকে শোনা যায় বিস্ফোরণের শব্দ।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)