তেল আভিভ : কোথায় সংঘর্ষবিরতি ? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘর্ষবিরতির কথা ঘোষণা করার পরেও, ইরান মিসাইল ছুড়েছে। সেই ক্ষেপণাস্ত্রে ধূলিসাৎ হয়ে গেছে বিল্ডিং কমপ্লেক্স। তারপরও উভয় দেশকে সোশাল মিডিয়ায় বার্তা দিয়ে ট্রাম্প লিখেছেন, 'এখন থেকে সংঘর্ষবিরতি কার্যকর, কেউ লঙ্ঘন করবেন না।' কিন্তু, কোথায় কী ? ইরানের হামলার পাল্টা "জোরদার জবাব" দেওয়ার ঘোষণা করে দিল ইজরায়েলও। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাৎজ এক বিবৃতিতে বলেছেন, "আমি ইজরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছি যে তারা যেন ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত শাসকগোষ্ঠীর টার্গেটে শক্তিশালী হামলা চালায়।"
তবে ইরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, সংঘর্ষবিরতি ঘোষণা হওয়ার পর তেহরানের পক্ষ থেকে কোনও মিসাইল ছোড়া হয়নি। ইরানের সুপ্রিম সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ থেকেও একটি বিবৃতি জারি করে বলা হয়, ইসলামিক রিপাবলিকের বাহিনী ইজরায়েলকে এককভাবে সংঘর্ষবিরতির কথা ঘোষণা করতে "বাধ্য করেছে"। এর পাশাপাশি তারা সতর্ক করে দিয়ে বলে, নতুন করে যে কোনও ধরনের আগ্রাসনের জবাব দিতে চূড়ান্ত সতর্কতা জারি রয়েছে।
ইরান ও ইজরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ঘোষণা করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু, বাস্তবে কি যুদ্ধবিরতি হয়েছে ? তা নিয়ে প্রশ্ন উঠে যায়। কারণ, ট্রাম্পের এই ঘোষণার পরেও মিসাইল হামলা চালায় ইরান। ইজরায়েলের শহরে একটি আবাসন চত্বরে আঘাত করে ইরানি ক্ষেপণাস্ত্র। তাতে সাত জনের মৃত্যুর খবর সামনে আসে। ইজরায়েলে মিসাইল হামলার পরের ছবির একটি ভিডিও সামনে আসে। যাতে দেখা যায়, ইরানের ছোড়া মিসাইলে ওই আবাসন চত্বর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বিল্ডিংয়ের বাইরে পড়ে রয়েছে জ্বলন্ত গাড়ি ও গাছপালা।
মঙ্গলবার সকালের এই ঘটনা নতুন করে দুই দেশের মধ্যে উত্তেজনার আবহ বাড়াবে না তো ? এনিয়ে চর্চা চলছিলই। সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত করে সেনাবাহিনীকে সংঘর্ষবিরতি লঙ্ঘনের জন্য ইরানের উপর জোরালো হামলার নির্দেশ দিয়েছেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী।
যদিও ইরান ক্ষেপণাস্ত্র হামলার পরও ট্রাম্প ইজরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষবিরতি চুক্তি "এবার কার্যকর হল" বলে বিবৃতি জারি করেছিলেন। এমনকী তিনি উভয় দেশকে সতর্কবার্তা দিয়ে বলেছিলেন, কেউ যেন যুদ্ধবিরতি লঙ্ঘন না করে। Truth Social-এ বড় হাতে লেখা একটি পোস্টে ট্রাম্প লেখেন, "সংঘর্ষবিরতি এখন থেকে কার্যকর। দয়া করে এটি লঙ্ঘন করবেন না।"