তেহরান : হামলা-পাল্টা হামলা চলছে। চলছে হুঙ্কার-পাল্টা হুঙ্কার। চরমে ইরান ও ইজরায়েলের সংঘাত। এক দেশ অন্য দেশকে লক্ষ্য করে মিসাইল ছুঁড়ছে। এই পরিস্থিতিতে তেহরানে ইরানের সরকারি সংবাদ মাধ্যম Islamic Republic of Iran Broadcasting বা IRIB-র সদর দফতরে আছড়ে পড়ল ইজরায়েলের বোমা ! সেই সময় লাইভ সম্প্রচারে ছিলেন এক সঞ্চালিকা। আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে সটুডিও। ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। সেখান থেকে সরে যেতে বাধ্য হন সঞ্চালিকা। ইজরায়েলি অফিস কালো ধোঁয়ায় ঢেকে যাওয়ার ছবি এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে। Iran Israel Conflict 

Continues below advertisement

ওই সঞ্চালিকার নাম সহর ইমামি। ইরানের অন্যতম নামী টিভি সঞ্চালিকা। এমনই খবর অল জাজিরা সূত্রের। এই হামলার আগে ইমামি-কে বলতে শোনা যায়, "শুনুন, যেটা শুনতে পাচ্ছেন সেটা আক্রমণকারীর শব্দ। আপনারা শুনতে পাচ্ছেন আক্রমণকারী সত্যকে আক্রমণ করছে।"

এই হামলার পর খবর নেটওয়ার্কের লাইভ সম্প্রচারে যোগ দেন ইমামি। খবরের উপস্থাপককে তিনি জানান, IRIB-র সদর দফতরে একাধিক সাংবাদিকের মৃত্যু হয়েছে। এরপরই রেকর্ড করে রাখা অনুষ্ঠান চালাচ্ছে IRIB। এই হামলার আগে তেহরানে IRIB-র সদর দফতরের কাছাকাছি এলাকায় থাকা মানুষকে সতর্ক করে দিয়েছিল ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী।  

Continues below advertisement

সাম্প্রতিক খবর অনুযায়ী, ইজরায়েল বায়ুসেনার তেহরান লক্ষ্য করে আঘাতের জবাবে পাল্টা ইজরায়েলকে লক্ষ্য করে একগুচ্ছ মিসাইল ছুঁড়েছে ইরান। যদিও সেইসব মিসাইল নিষ্ক্রিয় করে দিয়েছে ইজরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম। এমনই দাবি করছে IDF (ইজরায়েল ডিফেন্স ফোর্সেস)। উভয় দেশের একে অপরক্ষে টার্গেট করে এই হামলা-পাল্টা হামলার টানা ঘটনায় দিন দিন বাড়ছে নিহত ও আহতের সংখ্যাও। মিসাইল ও ড্রোন হামলার জেরে এখনও পর্যন্ত ইরানে অন্ততপক্ষে ২২৪ জনের প্রাণহানি ঘটেছে। আহতের সংখ্যা ১২০০-র বেশি।

এদিকে ইজরায়েলে নিহতের সংখ্যা অন্ততপক্ষে ২৪। ইরানের পাল্টা প্রত্যাঘাতে ইজরায়েলের আহতের সংখ্যা ৫৯২। ইজরায়েলের তেল আভিভ, জেরুজালেম, রমত গান, বাট ইয়াম-সহ একাধিক জায়গায় ব্যালিস্টিক মিসাইল দেগেছে ইরান। যার জেরে তেল আভিভে ঘন ঘন বেজে উঠছে সাইরেন ! তড়িঘড়ি বাঙ্কারে আশ্রয় নিতে হয়েছে হাজার হাজার সাধারণ ইজরায়েলবাসীকে। তেল আভিভ-সহ একাধিক জায়গায় উঁচু উঁচু বাড়ি মাটিতে মিশিয়ে দিয়েছে তেহরানের ব্যালিস্টিক মিসাইল। সব মিলিয়ে উভয় দেশের একে অপরকে লক্ষ্য করে টার্গেটে আহতের সংখ্যা প্রায় ১৮০০-র কাছাকাছি।