বেইরুট : এবার চরম হুঁশিয়ারি। 'ইজরায়েল আর বেশিদিন টিকবে না।' তেহরানের একটি মসজিদে হাজার হাজার সমর্থকের সামনে বক্তব্য রাখার সময় ইজরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলার ব্যাখ্যা দিতে গিয়ে এমনই হুঙ্কার ছাড়লেন ইরানের শীর্ষ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। প্যালেস্তাইন ও লেবাননের আন্দোলনকে সমর্থন জানিয়ে ইরানের তরফে ইজরায়েলের উদ্দেশে মিসাইল হামলাকে তিনি 'জনসেবা' বলেছেন।


বিশাল মসজিদ চত্বরে বহু মানুষের জমায়েত। তারই মাঝে প্রায় ৫ বছর পর ধর্মোপদেশ দিতে শুরু করেন খামেনেই। তাঁর প্রাণনাশের হুমকির মধ্যে পাশে বন্দুক রেখে জনসাধারণের উদ্দেশে বক্তব্য রাখা শুরু করেন। খামেনেই ঘোষণা করেন, হামাস বা হেজবোল্লার বিরুদ্ধে ইজরায়েল টিকতে পারবে না। তাঁরই মাঝে জনতার মধ্যে থেকে আওয়াজ ওঠে, "আমরা আপনার সঙ্গে আছি।" 


নিজের বক্তব্য রাখার সময় ইরানের মদতপুষ্ট লেবাননের গোষ্ঠী হেজবোল্লার প্রাক্তন প্রধান তথা গত সপ্তাহে বেইরুটে ইজরায়েলি হানায় নিহত হাসান নাসরাল্লাহর প্রশংসা করেন খামেনেই। তিনি বলেন, "সৈয়দ হাসান নাসরাল্লাহ আমাদের সঙ্গে নেই। কিন্তু, তাঁর উৎসাহ, তাঁর পথ আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে। তিনি ছিলেন ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে সুউচ্চ পতাকা। তাঁর শাহাদাত এই প্রভাবকে আরও বাড়িয়ে দেবে। নাসরাল্লাহর আত্মত্যাগ বৃথা যাবে না। আমাদের বিশ্বাসকে জোরদার করে শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।"


এদিকে নাসরাল্লাহর পর হেজবোল্লাকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল তাঁর ভাই হাসিমের। লেবাননের বেইরুটে একটি বাঙ্কারে তিনি মিটিং করতে গিয়েছিলেন। আকাশপথ থেকে সেখানে হামলা চালায় ইজরায়েল। বৈদ্যুতিন নজরদারির মাধ্যমে তাঁকে ট্র্যাক করে ইজরায়েল হামলা চালায় বলে খবর। হেজবোল্লার গড়ে থাকা একটি অ্যাপার্টমেন্টে রয়েছে ওই বাঙ্কার। সেখানে হামলার কথা গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরেছেন এবিপি নিউজ-এর প্রতিবেদক জগবিন্দর পাতিয়াল  


গত ২৪ ঘণ্টায় আকাশপথে লেবাননের একাধিক জায়গায় হামলা চালিয়েছে ইজরায়েল। যার জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭-এ। গুরুতর জখম হয়েছেন ১৫১ জন। লেবানেনর স্বাস্থ্য মন্ত্রক সূত্রের এমনই খবর। জিনহুয়া সংবাদ সংস্থা সূত্রের খবর, রাজধানী বেইরুটেই ৯ জন নিহত হয়েছেন এবং জখম আরও ২৪ জন। মন্ত্রকের তরফে আরও বলা হয়েছে, মাউন্ট লেবাননে নিহত হয়েছেন ২ জন এবং আরও ১৫ জন জখম। 


২০২৩ সালের সেপ্টেম্বর মাস থেকে আকাশপথে লেবাননের উপর হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা। এই পরিস্থিতিতে লেবানন-ইজরায়েল সীমানায় একে অপরকে লক্ষ্য করে পাল্টা গোলাগুলি বিনিমেয় লিপ্ত হয়েছে হয়েছে হেজবোল্লা ও ইজরায়েলি সেনা।