কলকাতা: আর জি কর মেডিক্যালে 'দুর্নীতি', গ্রেফতার টিএমসিপি নেতা আশিস পাণ্ডে। টিএমসিপি নেতা আশিস পাণ্ডের বিরুদ্ধে আদালতে বিস্ফোরক অভিযোগ সিবিআই-এর । 'অযোগ্য হওয়া সত্ত্বেও সন্দীপ ঘোষের সমর্থনে হাউস স্টাফ হয়েছিলেন আশিস। সন্দীপ ঘোষের পৃষ্ঠপোষকতায় ছিলেন আশিস পাণ্ডে। চিকিৎসক ও ছাত্রদের হুমকি দিতেন আশিস পাণ্ডে। সিনিয়র ডাক্তাদের প্রত্যন্ত এলাকায় বদলির হুমকি দিতেন। হাউস স্টাফ নিয়োগের জন্য কাটমানি নিতেন আশিস পাণ্ডে।'


৪২ দিন টানা কর্মবিরতির পর, ১০ দিন আংশিক কাজ করার পর, ফের পূর্ণাঙ্গ কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। সোমবার থেকে রাজ্য়ের সমস্ত মেডিক্য়াল কলেজে আবার ফিরেছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। আন্দোলনকারী এক জুনিয়র চিকিৎসক বলেন, অভয়ার ন্য়ায় বিচার CBI এবং সুপ্রিম কোর্টের অধীনে আছে। এর বাইরে বাকি যে ক'টা দাবি সেগুলো সরকার যখন ইচ্ছে একটা অর্ডার পাস করেই পূর্ণ করে দিতে পারে। যেই মুহূর্তে বাকিগুলো পূর্ণ হয়ে যাবে, আমরা আন্দোলন বাকিটা চালিয়ে যাব। কিন্তু কর্মবিরতি তুলে নেব। বাকি দাবি মেনে না নেওয়া অবধি কর্মবিরতি চলবে।


 প্রথম দফায় জুনিয়র ডাক্তারদের পূর্ণাঙ্গ কর্মবিরতিতে সম্পূর্ণ সায় থাকলেও,এবার তাঁরা ফের কর্মবিরতি শুরু করার পর, তাঁদের সিদ্ধান্ত পুর্নবিবেচনার জন্য় পরামর্শ দিয়েছেন সিনিয়র চিকিৎসকদের একাংশ। চিকিৎসক   কুণাল সরকার বলেন,মানুষের অসুবিধা না করে, সরকারি হাসপাতালের যেন ৭০ দশকের ট্রেড উইনিয়ন না হয়ে যায় । ২টো পাথর ঘষলে উত্তাপ বেরোয় ঠিকই, কিন্তু পাথর ক্ষয়ে যায়।


বুধবার দুপুরে যখন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলে হাঁটেন জুনিয়র চিকিৎসকরা, তখন প্রায় একই সময়ে, যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে, জুনিয়র ডাক্তারদের উদ্দেশে আন্দোলন জারি রাখলেও কাজে ফেরার পরামর্শের কথা শোনা গেল বিশিষ্টদের একাংশের গলায়। 


প্রাক্তন তৃণমূল সাংসদ  জহর সরকার বলেন, প্রতিবাদের নানা রূপ আছে। এতে মানুষের সমর্থন যেন না হারায়। পুরো পুরি কর্মবিরতি নয়। স্ট্যাটেজি পাল্টাটে হয়। এমন অনেক শত্রু আছে ওরা কর্মবিরতি করুক ও ভুল করুক। এমন যেন না হয়। ডাক্তাররা তো ক্যাটালিস্ট। সবাই আন্দোলনে আছে।


আরও পড়ুন, TMC নেত্রীর স্বামীর 'দাদাগিরি', দলের প্রভাব খাটিয়ে সেনা জওয়ানের 'জমি দখল' !


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।