নয়াদিল্লি: শত্রুপক্ষের আক্রমণ এতদিন মাঝ আকাশেই রুখে দেওয়া যেত। ক্ষেপণাস্ত্র প্রতিরোধকারী Iron Dome নিয়ে তাই গর্ববোধ করত ইজরায়েল। কিন্তু গভীর রাতে ইরানের হামলা রুখতে ব্যর্থ হলে সেই Iron Dome. মুহুর্মুহু হামলা রুখতে সেটি যখন দিশেহারা, সেই সময়ই তেল আভিভে ইজরায়েলের সামরিক ঘাঁটিতে পর পর আছড়ে পড়ল ইরানের রকেট। গোটা ঘটনায় নড়েচড়ে বসেছে আন্তর্জাতিক মহল। এত সুনাম যে Iron Dome-এর, তা আদৌ কতটা কার্যকর, উঠছে প্রশ্ন। (Iran-Israel War)
সোশ্যাল মিডিয়ায় এমন একাধিক ভিডিও সামনে এসেছে, যেখানে আকাশ ভেদ করে ইজরায়েলের মাটিতে আগুনের গোলা নেমে আসতে দেখা গিয়েছে। এবিপি আনন্দ ওই ভিডিও-র সত্যতা যাচাই না করলেও, The Time ওই ভিডিও-কে আসল বলে চিহ্নিত করেছে ইতিমধ্যেই। আর তাতেই ইজরায়েলের Iron Dome-এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও ইজরায়েলের তরফে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি। (Iron Dome of Israel)
ইজরায়েল হামলা চালানোর ২৪ ঘণ্টার মধ্যে মুহুর্মুহু রকেট ছুড়ে প্রত্যাঘাত হানে ইরান। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে, তাতে মধ্য়ে তেল আভিভে রকেট আছড়ে পড়তে দেখা গিয়েছে। সেখানে ইজরায়েলের একাধিক সামরিক ঘাঁটি রয়েছে, রয়েছে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরও।
একটি ১৯ সেকেন্ডের ভিডিও বিশেষ করে নজর কাড়ছে সকলের। কারণ ভিডিও-তে দেখা গিয়েছে, Iron Dome ইরানের ক্ষেপণাস্ত্রের মোকাবিলা করার চেষ্টা চালালেও, তার দুর্ভেদ্য বলয় ভেদ করে আছড়ে পড়ে ইরানের ছোড়া রকেট। তীব্র শব্দে কেঁপে ওঠে চারিদিক। আগুনের লেলিহান শিখায় ঢেকে যায় চারপাশ।
ইজরায়েলের Iron Dome-এর সুখ্যাতি গোটা পৃথিবী জুড়ে। আমারিকার সহযোগিতায় তৈরি ওই প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্য়ে শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই প্রতিহত করে দেওয়া যায়। গত তিন দশক ধরে ইজরায়েলের প্রতিরক্ষাব্যবস্থার মুকুট হিসেবে বিরাজ করছে ওই Iron Dome. ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ক্ষেত্রে Iron Dome-এর সাফল্যের হার ৯০ শতাংশ বলেই এতদিন দাবি করছিল ইজরায়েল। তবে শুক্র-শনিবার রাতে ইরান যেভাবে হামলা চালাল, তাতে Iron Dome-এর সীমাবদ্ধতা নিয়ে আলোচনা শুরু হয়েছে।