ইমরান খান কোথায়? তিনি কি বেঁচে আছেন? পাকিস্তানের জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রীকে ঘিরে এখন দুনিয়া জুড়ে জল্পনা। কোথায় তিনি, কী অবস্থায় আছেন? জানতে চেয়ে দিন কয়েক আগেই পাকিস্তানের আদিয়ালা জেলের বাইরে জড়ো হন ইমরান খানের বোনরা । কিন্তু তাঁরা চরম হেনস্থার শিকার হন। তাঁদের চুলের মুঠি ধরে সরিয়ে দেওয়া হয় বলে দাবি। ২০২৩ থেকে একাধিক মামলায় জেলবন্দি ইমরান খান। সেখানেই 'আইসোলেশনে' ছিলেন তিনি। এরই মধ্যে রটনা জেলেই নাকি মারা গিয়েছেন ইমরান। তাই কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। সত্যিটা কী? সংবাদ মাধ্যম এএনআই-এ এবার মুখ খুললেন ইমরানের বোন।
বর্তমান পাক সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন নওরীন নিয়াজি। বললেন, মহিলা-পুরুষ মানা হচ্ছে না...আগে কোনওদিন পাকিস্তানে মেয়েদের সঙ্গে এমন দমন-পীড়ন হত না, একেবারে হিটলারের যুগের মতো অত্যাচার চলছে। পাকিস্তান সবচেয়ে অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছে । নাগরিকদের হত্যা করা হচ্ছে, মারধর করা হচ্ছে এবং কোনওরকম কারণ ছাড়াই জেলে পাঠানো হচ্ছে। নওরীন নিয়াজি আরও বলেন, আমরা তো শুনছি ভারত থেকে প্রথম ইমরানের মৃত্যু হয়েছে বলে খবর ছড়ায়, জানি না এ খবর তারা কোথা থেকে পেল। তিনি আরও বলেন, "আমরা গত চার সপ্তাহ ধরে সেখানে যাচ্ছি। আর ওরা আমাদের সঙ্গে ইমরানকে দেখা করতে দিচ্ছে না। এই কারণেই এমন গুজব ছড়ানো হচ্ছে" । নওরীন নিয়াজির অভিযোগের তির আসিম মুনীরের বিরুদ্ধে, "পাকিস্তানে এই প্রথমবার এমনটা হচ্ছে, শিশু-বৃদ্ধ,কিছুই পরোয়া করা হচ্ছে না ...মাঝে মাঝে আমার মনে হয় হিটলারের আমলের গল্পগুলো...সেসময় যেভাবে মানুষকে বেসমেন্টে টেনে নিয়ে যাওয়া হত, এখানে তারই পুনরাবৃত্তি হচ্ছে । " তিনি আরও দাবি করেন, মানুষ ক্ষুব্ধ এবং বিরক্ত। দেশের মানুষের উপর অত্যাচার করছে ওরা, এই পরিস্থিতিতে কোনও মানুষের সমর্থনই ওদের সঙ্গে নেই।
ইমরান খানকে 'আইসোলেশনে' রাখা হয়েছিল। এভাবে ৪ দিনের বেশি কাউকে 'আইসোলেশনে' রাখা যায় না। কিন্তু ওঁকে গত বছরও তিন সপ্তাহ 'আইসোলেশনে' রাখা হয়েছিল। এত খারাপ পরিস্থিতিতে কাউকে রাখা হয় না। উনি যেখানে ছিলেন বিদ্যুৎ ছিল না, খবরের কাগত দেওয়া হয়নি, যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এখন কেমন আছেন কেউ জানে না।...মানুষ কিন্তু এখন ক্ষেপে আছে, একটা আগুনের ফুলকির অপেক্ষা।