প্রাক্তন মুখ্যমন্ত্রীদ্বয় ফারুক আবদুল্লা ও তাঁর ছেলে ওমর আবদুল্লা, আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে আরও অসংখ্য রাজনৈতিক, সমাজকর্মী, আইনজীবী, ব্যবসায়ীর সঙ্গেই আটক করা হয় গত ৫ আগস্ট কেন্দ্র সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্য়মে বিশেষ রাজ্যের তকমা কেড়ে জম্মু ও কাশ্মীরকে দুটি আলাদা কেন্দ্রশাসিত এলাকায় টুকরো করার পর। কয়েকজন স্থানীয় নেতা মুক্তি পেলেও ফারুক, ওমর, মেহবুবা এখনও গৃহবন্দি রয়েছেন। আজ লোকসভায় ফারুক ও অন্য নেতাদের মুক্তির দাবিতে কংগ্রেস লোকসভায় ওয়াকআউট করে। গত ১৫ জানুয়ারি ওমরকে তাঁর হরি নিবাসের সরকারি বাসভবন থেকে কাছের একটি বাড়িতে সরানো হয়। স্থানীয় প্রশাসন সেই আবাসে কেন্দ্রের পাঠানো মন্ত্রিপর্যায়ের প্রতিনিধিদলকে রাখার পরিকল্পনা করে। এঁদের মধ্যে ফারুকই একমাত্র মূলস্রোতের রাজনীতিক যাঁর বিরুদ্ধে গত ১৭ সেপ্টেম্বর কঠোর জনসুরক্ষা আইন প্রয়োগ করা হয় তিন মাসের জন্য। ১৬ ডিসেম্বর তা রিনিউ করা হয়। গত মাসে আচমকা ওমরের সত্যতা যাচাই না হওয়া একটি ছবি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাতে দেখা যায়, মুখভর্তি পাকা দাড়িতে জ্যাকেট পরা ওমর হাসছেন। ভারত কি এখনও গণতন্ত্র? জম্মু ও কাশ্মীর নিয়ে ট্যুইট প্রিয়ঙ্কার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Feb 2020 02:08 PM (IST)
এঁদের মধ্যে ফারুকই একমাত্র মূলস্রোতের রাজনীতিক যাঁর বিরুদ্ধে গত ১৭ সেপ্টেম্বর কঠোর জনসুরক্ষা আইন প্রয়োগ করা হয় তিন মাসের জন্য। ১৬ ডিসেম্বর তা রিনিউ করা হয়।
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রীর আজও গৃহবন্দি থাকা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে ‘ভারত এখনও গণতান্ত্রিক রাষ্ট্র’ কিনা, প্রশ্ন তুললেন প্রিয়ঙ্কা গাঁধী। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে বিঁধে কংগ্রেস সাধারণ সম্পাদক আজ সকালে ট্যুইট করেছেন, ৬ মাস হয়ে গেল বিনা অভিযোগেই দুজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাড়িতে আটকে রাখা হয়েছে। লক্ষ লক্ষ মানুষ অবরুদ্ধ হয়ে আছেন জম্মু ও কাশ্মীরে। ৬ মাস আগে আমরা প্রশ্ন করেছিলাম, এভাবে কতদিন চলবে? এখন জানতে চাইছি, এখনও গণতন্ত্র আছে কিনা দেশে।