নয়াদিল্লি: স্যানিটাইজার ব্যবহার করছেন তো করোনা সংক্রমণ আটকাতে? কিন্তু দেখে নিচ্ছেন তো, আপনার স্যানিটাইজার স্বাস্থ্যসম্মত কি না। বাজারে তদন্ত চালিয়ে তেমনটাই সম্ভাবনা দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করে সিবিআই জানিয়েছে, বাজারে এমন কিছু জাল ও বিষাক্ত স্যানিটাইজার পাওয়া যাচ্ছে, যা শরীরের পক্ষে অত্যন্ত বিপজ্জনক।
সিবিআই সূত্রে খবর, সম্প্রতি কয়েকটি চক্র সক্রিয় হয়েছে, যারা মিথানল মেশানো হ্যান্ড স্যানিটাইজার বাজারে সরবরাহ করছে। মিথানল শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকারক। এই চক্রগুলি নিজেদের পিপিই বা ওষুধ সরবরাহকারী সংস্থা হিসেবে প্রচার করছে।
সিবিআইয়ের দাবি, এইসব হ্যান্ড স্যানিটাইজারে মেশানো থাকছে বিষাক্ত রাসায়নিক। বিভিন্ন রাজ্যের পুলিশকেও এই বিষয়ে সতর্ক করেছে সিবিআই। করোনা পরিস্থিতিতে দ্রুত অর্থ উপার্জন করার জন্যই বিষাক্ত স্যানিটাইজার স্থানীয় বাজারগুলিতে ছড়িয়ে দিচ্ছে ওই গ্যাংগুলি। এদের প্রতিনিধিরা কেউ কেউ স্থানীয় হাসপাতালগুলির সঙ্গে যোগাযোগ করছে স্যানিটাইজার সরবরাহ করার উদ্দেশে।
এদের বিরুদ্ধে এমন অভিযোগও উঠছে যে, বিভিন্ন হাসপাতাল ও ক্রেতার থেকে অনলাইনে অগ্রিম টাকা নিয়েও জিনিস সরবরাহ করা হচ্ছে না। এর আগে মহারাষ্ট্র থেকেও জাল স্যানিটাইজার প্রস্তুতকারক সংস্থা ধরা পড়ে পুলিশের জালে।
বিষাক্ত মিথানল মেশানো স্যানিটাইজার ছেয়ে যাচ্ছে বাজারে, সতর্ক করল সিবিআই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Jun 2020 08:13 AM (IST)
সিবিআই সূত্রে খবর, সম্প্রতি কয়েকটি চক্র সক্রিয় হয়েছে, যারা মিথানল মেশানো হ্যান্ড স্যানিটাইজার বাজারে সরবরাহ করছে। মিথানল শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকারক।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -