নয়াদিল্লি: আম্বানি-পিরামল পরিবারে খুশির খবর। যমজ সন্তানের বাবা-মা হলেন ইশা আম্বানি এবং আনন্দ পিরামল। মুকেশ আম্বানির মেয়ে ইশা। একটি বার্তায় জানানো হয়েছে, 'আমাদের সন্তান ইশা এবং আনন্দ ঈশ্বরের আশীর্বাদে যমজ সন্তানের পিতা-মাতা হয়েছেন। ইশা এবং দুই সদ্যোজাত ভাল রয়েছে। আদিয়া, কৃষ্ণ, ইশা, আনন্দের জন্য আমরা আপনাদের আশীর্বাদ এবং শুভেচ্ছা আশা করছি।'


কী নাম সদ্যোজাতদের?
যমজ সন্তানদের একজন মেয়ে, আর একজন ছেলে। পরিবারের তরফে জানানো হয়েছে তাদের নাম রাখা হয়েছে আদিয়া এবং কৃষ্ণ।

নামের মানে কী?
কৃষ্ণ আদতে হিন্দুধর্মের অন্যতম উপাস্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণের নাম। হিন্দুধর্মে বিশ্বাসী বহু পরিবার সন্তানের নামকরণের সময় কৃষ্ণ নামটি বেছে নেয়। দক্ষিণ ভারতেও একটি গুরুত্বপূর্ণ নদীর নাম কৃষ্ণা। তার নামের সঙ্গে মিলিয়েও অনেক অভিভাবক তাঁদের সন্তানদের নাম রাখেন কৃষ্ণ বা কৃষ্ণা। 
ভারতীয় জ্যোতিষ অনুসারে আদিয়া মানে ভগবানের দ্বারা সম্পদ। সন্তানের নামকরণের ক্ষেত্রেও এই নামটি শুভ বলে গণ্য করা হয়। 

২০১৮ সালে আনন্দ পিরামলের সঙ্গে বিয়ে হয় ইশা আম্বানির। মুম্বইয়ে হয় বিয়ের অনুষ্ঠান। জাঁকজমকে তাক লাগানো অনুষ্ঠান ছিল সেটি। বিয়ন্সে ওই বিয়ের অনুষ্ঠানে গান গেয়েছিলেন। উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন-সহ বলিউডের তাবড় তাবড় ব্যক্তিত্ব। বিয়েতে ইশার লুকসও নজর কেড়েছিল অনেকের। 


মুম্বইতে বিয়ে করেছেন ঈশা অম্বানি ও আনন্দ পিরামল। অনুষ্ঠান হয় মুকেশের বাসভবন অ্যান্টিলাতে। এর আগে রাজস্থানের উদয়পুরে ২ দিন ধরে চলে সঙ্গীত অনুষ্ঠান। তাতে নাচগান করেন সলমন খান, আমির খান, সস্ত্রীক শাহরুখ খান, অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের মত শিল্পীরা। ছিলেন বিদেশি গায়িকা বিয়ন্সেও। বলিউডি তারকারা অক্লেশে খাবার পরিবেশন করেছিলেন বিয়েতে অভ্যাগতদের। পরিবেশনকারীদের তালিকায় কে নেই! অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঐশ্বর্যা রাইয়ের মত কোটি কোটি টাকার বিনিময়ে ছবিতে সই করা তারকারা প্রকৃত কন্যাপক্ষের ভূমিকা পালন করে খাবার তুলে দিয়েছিলেন রুপোর প্লেটে প্লেটে। সেই ভিডিও ছড়িয়ে পড়েছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। তা রীতিমতো ভাইরালও হয়েছিল।


ব্যস্ততা ব্য়বসা নিয়েও:
মুকেশ আম্বানি এবং ইশা আম্বানির কন্যা ইশা আম্বানি, রিলায়েন্সের ব্যবসায়িক সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ দেখাশোনা করেন। রিলায়েন্স রিটেল ভেঞ্চার্সের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। আনন্দ পিরামল পিরামল গ্রুপের ফিনান্সিয়াল সার্ভিসের দিকটি দেখাশোনা করেন।  


আরও পড়ুন: ট্যুইটারে ব্লু-টিক সাবস্ক্রিপশন পেতে হলে নতুন ইউজারদের অপেক্ষা করতে হবে ৯০ দিন, চালু নয়া নিয়ম