জেরুসালেম: গত ১৫ মার্চ আগাম সাবধানতা অবলম্বন করে নিজের করোনাভাইরাস টেস্ট করিয়েছিলেন, তার রিপোর্ট নেগেটিভ এসেছিল, কিন্তু ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুর এক উপদেষ্টাই কোভিড ১৯ পজিটিভ হয়েছেন বলে সোমবার জানালেন সে দেশের সরকারি অফিসাররা। ভাইরাস কি ছুঁয়েছে ইজরায়েলি প্রধানমন্ত্রীকেও, জল্পনা চলছে। নেতানইয়াহুও সংক্রামিত হয়েছেন বা তাঁর কাজকর্মে এর প্রভাব পড়েছে কিনা, তা এখনই পরিষ্কার নয়। নেতানইয়াহুর সংসদীয় সহযোগীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর ঘোষণা করে জনৈক সরকারি কর্তা বলেছেন, স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ীই ব্যবস্থা নেব আমরা। যদিও ইজরায়েলি প্রধানমন্ত্রীর ওই সহযোগী স্থিতিশীল বলে জানিয়েছে সেদেশের মিডিয়া।
ইজরায়েলি স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা হল, করোনাভাইরাস সংক্রামিত কারও খুব কাছাকাছি থাকা লোকজনকেও বাধ্যতামূলক ভাবে ১৪ দিনের স্বেচ্ছা কোয়ারেন্টিনে থাকতে হবে।
নেতানইয়াহুর ওই সহযোগী গত সপ্তাহে পার্লামেন্টের অধিবেশনে হাজির ছিলেন বলে খবর ইজরায়েলি মিডিয়ার। সেখানে ছিলেন নেতানইয়াহু, বিরোধী নেতারাও, যাঁদের সঙ্গে করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সাহায্য়ের জন্য় জরুরি ভিত্তিতে জোট সরকার গড়ার চেষ্টা করছিলেন নেতানইয়াহু।
ইজরায়েলে এপর্যন্ত করোনাভাইরাসে সংক্রামিত চার হাজারের বেশি, ১৫ জনের মৃত্যু হয়েছে। .তবে মৃতের সংখ্যা বেড়ে কয়েক হাজার হতে পারে বলে স্বাস্থ্যমন্ত্রকের কর্তারা আশঙ্কা প্রকাশ করায় ঠিক ছিল, সোমবারই নেতানইয়াহু প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসে আলোচনা করবেন দেশের কিছু এলাকায় লকডাউন ঘোষণা করা যায় কিনা।
সহযোগী করোনাভাইরাসে আক্রান্ত, ১৪ দিনের স্বেচ্ছা কোয়ারেন্টিনে যেতে হবে নেতানইয়াহুকে?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Mar 2020 07:58 PM (IST)
নেতানইয়াহুর সংসদীয় সহযোগীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর ঘোষণা করে জনৈক সরকারি কর্তা বলেছেন, স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ীই ব্যবস্থা নেব আমরা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -