আমদাবাদ: করোনার জেরে স্তব্ধ জনজীবন। লকডাউন চলছে দেশজুড়ে। স্বেচ্ছায় গৃহবন্দি হয়ে দিন কাটাতে হচ্ছে তারকাদেরও। সেই ফাঁকে কেউ সময় কাটাচ্ছেন রান্নাঘরে। কেউ হাত লাগিয়েছেন গেরস্থালির কাজে।

যশপ্রীত বুমরাহ যেমন। বল হাতে বাইশ গজে ব্যাটসম্যানদের কাছে দুঃস্বপ্ন। বিশ্বের অন্যতম সেরকা পেসার আপাতত কাঁধে তুলে নিয়েছেন ঘর মোছার দায়িত্ব!

সব কিছু ঠিকঠাক চললে ২৯ মার্চ, রবিবার আইপিএলে উদ্বোধনী ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের মহড়া নিতেন। তবে করোনার জেরে পিছিয়ে গিয়েছে আইপিএল। আর বুমরাহ ব্যস্ত আমদাবাদের বাড়িতে ঘর পরিষ্কার করতে।



সোমবার নিজের ঘর মোছার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বুমরাহ। সঙ্গে লিখেছেন, ‘আপাতত ঘর মোছার দক্ষতা দেখাচ্ছি আর আমার মা খুব খুশি।’ ভিডিওতে বুমরাহকে দেখা যাচ্ছে চপ্পল পরে ঘর মুছতে। যদিও চপ্পল খুলে পরে তাঁকে ফের একবার ঘর মুছতে হয় বলেও মজা করে জানিয়েছেন ভারতীয় স্পিডস্টার।