ISRO: নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল ISRO। নতুন স্যাটেলাইটের নাম CMS-03 বা 'বাহুবলী'। শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছে এই স্যটেলাইটের। দেশের সবচেয়ে ভারী কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইসরো। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের একের পর এক সাফল্যের তালিকায় জুড়ল আরও একটি নাম। দেশের সবচেয়ে ভারী কমিউনিকেশন স্যটেলাইট CMS-03, যার নাম বাহুবলী দেওয়া হয়েছে, সেটি লঞ্চ করা হয়েছে LVM3-M5 রকেটের সাহায্যে। রবিবার ২ নভেম্বর বিকেল ৫টা ২৬ মিনিটে শ্রীহরকোটা থেকে সফল উৎক্ষেপণ হয়েছে। ভারতের মাটি থেকে ইসরোর এই ভারী স্যাটেলাইট লঞ্চের সাফল্য বুঝিয়ে দিচ্ছে যে ভারী জিনিস সফল ভাবে উৎক্ষেপণের দিকে আরও একধাপ অগ্রসর হয়েছে আমাদের দেশ। স্বয়ংসম্পূর্ণ হচ্ছে ভারত। 

Continues below advertisement

 

Continues below advertisement

এই সাফল্যের পর দেশের স্পেস রিসার্চ অর্গানাইজেশনকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মাধ্যমে বার্তা দিয়ে তিনি লিখেছেন, 'আমাদের স্পেস সেক্টর, আমাদের ক্রমাগত গর্বিত করছে। ভারতের সবচেয়ে ভারী কমিউনিকেশন স্যাটেলাইট CMS-03 - র এই সফল উৎক্ষেপণের জন্য ইসরোকে অভিবাদন। উৎকর্ষতা এবং উদ্ভাবনের দিকে আমাদের মহাকাশ বিজ্ঞানীদের দ্বারা পরিচালিত স্পেস সেক্টর যেভাবে এগিয়ে চলেছে তা প্রশংসনীয়। এই সাফল্য জাতির অগ্রগতি ঘটাচ্ছে এবং জীবনের প্রচুর উন্নতিও করছে।' 

ইসরো-র হেভিয়েস্ট কমিউনিকেশন স্যাটেলাইট CMS-03- র ওজন ৪৪১০ কেজি। একটি LVM3-M5 রকেটের মাধ্যমে এই স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ সম্ভব হয়েছে। জানা গিয়েছে, হেভিয়েস্ট কমিউনিকেশন স্যাটেলাইট CMS-03 একটি মাল্টি ব্যান্ড কমিউনিকেশন স্যাটেলাইট।