বেঙ্গালুরু:  অবতরণের আর মাত্র ১১ দিন বাকি। তার আগে, বুধবার চাঁদের কক্ষপথে প্রদক্ষিণ করা চন্দ্রযান ২-এর তৃতীয় ম্যানুভারিং সম্পন্ন করল ইসরো। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে, মহাকাশযান একেবারে ঠিকঠাক পারফর্ম করছে। তাতে কোনও প্রকারের গোলযোগ নেই। চন্দ্রযান ২-এর ওপর প্রতিনিয়ত নজর রাখছেন ইসরোর বিজ্ঞানীরা। বেঙ্গালুরুর কাছে বায়ালুতে ইসরোর টেলিমেট্রি, ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্ক (ইসট্রাক)-এর মিশন অপারেশন্স কমপ্লেক্স (এমওএক্স) থেকে মহাকাশযানকে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

ইসরো জানিয়েছে, এদিন সকাল ৯টা ৪ মিনিট নাগাদ প্রায় ২০ মিনিট ধরে তৃতীয় ম্যানুভারিং সম্পন্ন হয়। অর্থাৎ, অনবোর্ড প্রোপালসন সিস্টেমের তরল ইঞ্জিনকে জ্বালিয়ে তার দিশা, দিক ও গতি নিয়ন্ত্রিত করা হয়। বর্তমানে চাঁদের ১৭৯ কিলোমিটার x ১৪১২ কিলোমিটার কক্ষপথে অবস্থান করছে চন্দ্রযান ২। পরের ম্যানুভারিং হবে আগামী ৩০ অগাস্ট। তারপর ২ সেপ্টেম্বর চাঁদের ১০০x৩০ কিলোমিটার কক্ষপথে প্রবেশ করবে চন্দ্রযান। সেই সময় অর্বিটারের থেকে পৃথক হয়ে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলের দিকে এগিয়ে যাবে ল্যান্ডার। এর আগে, ২০ অগাস্ট সকাল সাড়ে ন’টা নাগাদ চাঁদের কক্ষপথে সফলভাবে ঢোকে চন্দ্রযান ২। বিজ্ঞানের পরিভাষায় যা বলা হয় লুনার অর্বিট ইনসার্শান (এলওআই)। আগামী ৭ সেপ্টেম্বর চাঁদের বুকে সফট ল্যান্ডিং করবে চন্দ্রযান ২। ওই মুহূর্ত ‘ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ’ হতে চলেছে বলে ব্যাখ্যা করেছে ইসরো প্রধান কে শিবন। কারণ, এর আগে, ইসরো ওই প্রক্রিয়া কখনও করেনি। ফলত, তা ভারতের মহাকাশ-শক্তির একটা পরীক্ষা হতে চলেছে। গত ২২ জুলাই, অর্বিটার, ল্যান্ডার(বিক্রম) ও রোভার(প্রজ্ঞান) নিয়ে জিএসএলভি মার্ক-৩ এম ১ রকেটে চড়ে পৃথিবীর মাটি ছেড়ে চাঁদের দিকে উড়ে যায় ৩,৮৪০ কেজির চন্দ্রযান ২। গত ১৪ অগাস্ট লুনার ট্রান্সফার অর্বিটে প্রবেশ করে মহাকাশযানটি। অর্বিটারের সময়কাল এক বছর। অন্যদিকে, ল্যান্ডার ও রোভারের সময়কাল এক চন্দ্রদিবস (অর্থাৎ, পৃথিবীর ১৪ দিন)।