হায়দরাবাদ: রহস্যজনক মৃত্যু ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র এক বিজ্ঞানীর। মঙ্গলবার, হায়দরাবাদের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ওই বিজ্ঞানীর দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, তাঁকে হত্যা করা হয়েছে।
এস সুরেশ নামে বছর ছাপান্নর ওই বিজ্ঞানী ইসরোর ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার (এনআরএসসি)-এ কর্মরত ছিলেন। পুলিশের অনুমান, শহরের বুকে অমরপ্রীত অঞ্চলে নিজের ফ্ল্যাটে তাঁকে হত্যা করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা।
কেরলের বাসিন্দা সুরেশ ফ্ল্যাটে ওই সময় একাই ছিলেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার তিনি দফতরে হাজিরা না দেওয়ায়, তাঁর সহকর্মীরা বিজ্ঞানীকে তাঁর মোবাইল নম্বরে ফোন করেন। কোনও উত্তর না মেলায় সুরেশের চেন্নাইয়ের ব্যাঙ্কে কর্মরতা স্ত্রী ইন্দিরাকে ফোন করা হয়।
খবর পেয়েই স্ত্রী এবং সুরেশের পরিবারের অন্যান্য সদস্যরা সঙ্গে সঙ্গে হায়দরাবাদে পৌঁছন। পুলিশের সহায়তায় ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকে বিজ্ঞানীর নিথর দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক অনুমান, মাথায় কোনও ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
সহকর্মীরা জানান, হায়দরাবাদে ২০ বছর ধরে বসবাস করছেন সুরেশ। ২০০৫ সালে স্ত্রী চেন্নাইয়ে বদলি হন। ছেলে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকে এবং মেয়ে দিল্লিতে।
হায়দরাবাদে নিজের ফ্ল্যাটে খুন ইসরো বিজ্ঞানী
Web Desk, ABP Ananda
Updated at:
02 Oct 2019 11:22 AM (IST)
এস সুরেশ নামে বছর ছাপান্নর ওই বিজ্ঞানী ইসরোর ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার (এনআরএসসি)-এ কর্মরত ছিলেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -