নয়াদিল্লি : প্রায় ৭০০ ফ্রেশারকে ছাঁটাই করল দেশের অন্যতম সেরা তথ্যপ্রযুক্তি সংস্থা Infosys। মাইসুরু ক্যাম্পাস থেকে ছাঁটাই করা হয়েছে। শুক্রবার এমনই জানিয়েছে সংস্থার ইউনিয়ন Nascent Information Technology Employees Senate (NITES)। ইউনিয়নের দাবি, চাকরির কয়েক মাসের মধ্যেই এত সংখ্যক ফ্রেশারকে ছাঁটাই করা হল। NITES এর দাবি, চাকরি হারানো কর্মীদের গোপনীয়তার চুক্তিতে সই করানো হয়েছে। যাতে এই সংক্রান্ত তথ্য বাইরে না আসে, সেইজন্য উদ্যোগ হতে পারে। 


"NITES এর প্রেসিডেন্ট হরপ্রীত সিংহ সালুজা বলছেন, আচমকা এবং অনৈতিক পদক্ষেপ নিয়ে প্রায় ৭০০ ক্যাম্পাস রিক্রুটকে জোর করে ছাঁটাই করা হয়েছে। এঁদের কয়েক মাস আগেই কাজে নেওয়া হয়েছি।" NITES -এর অভিযোগ, এই টার্মিনেশন প্রক্রিয়া চলাকালীন কর্মীদের ভয় দেখাতে সংস্থার তরফে বাউন্সার ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছিল। এমনটা করা হয়েছিল যাতে এটা নিশ্চিত করা যায় যে কর্মীরা মোবাইল ফোন না নিয়ে ঢোকে এবং বিষয়টি নথিভুক্ত করা যায় অথচ সাহায্য চাওয়ার কোন উপায় না থাকে।  


যদিও এনিয়ে নিজেদের অবস্থা স্পষ্ট করেছে তথ্যপ্রযুক্তি সংস্থা। নতুন এই কর্মীরা একাধিক ইন্টারনাল টেস্ট ক্লিয়ার করতে পারেনি বলে দাবি তাদের। সংস্থার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, সব ফ্রেশার অ্যাসেসমেন্ট ক্লিয়ার করার জন্য তিনটি সুযোগ পান। যাতে ব্যর্থ হলে সংস্থায় তাঁরা কাজ করতে পারবেন না। এমনটা তাঁদের সঙ্গে চুক্তিতেই বলা আছে। এই প্রক্রিয়া দুই দশকের বেশি সময়ের ধরে জারি রয়েছে।


কোম্পানির তরফে বলা হয়েছে, এই পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে এই কারণে যাতে এটা নিশ্চিত করা যায় যে, যাঁদের প্রয়োজনীয় স্ট্যান্ডার্ড বজায় রাখতে পারবেন তাঁদের সংস্থায় রাখা হবে। 


যদিও NITES-এর তরফে বলা হয়েছে, তারা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকে এই মর্মে অভিযোগ জানাতে চলেছে। যাতে তারা এখনই মধ্যস্থতা করে এবং ইনফোসিসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়। সালুজার কথায়, "এই নির্লজ্জ কর্পোরেট শোষণ চলতে দেওয়া যাবে না। ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের অধিকার ও মর্যাদা সমুন্নত রাখতে আমরা সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।"


প্রসঙ্গত, দিনকয়েক আগে শেয়ার বাজারে এক ধাক্কায় ৬ শতাংশ পতন আসে ইনফোসিসের শেয়ারে। আর এই পতনের জেরেই সংস্থার সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির পারিবারিক সম্পদের পরিমাণ এক ধাক্কায় ১৮৫০ কোটি টাকা কমে আসে। বিপুল ক্ষতি হয় (Narayana Murthy) নারায়ণ মূর্তির। তাঁর পরিবার যৌথভাবে এই সংস্থায় মোট ৪.০২ শতাংশ স্টেক রেখেছে। আর এই শেয়ারের দামে (Infosys Stock Price) পতন আসায় নারায়ণ মূর্তির পরিবারের স্টেকের (Stock Price) মূল্য ৩২,১৫২ কোটি টাকা থেকে কমে আসে ৩০ হাজার কোটি টাকায়। অর্থাৎ ১৮৫০ কোটি টাকার ক্ষতি হয় নারায়ণ মূর্তির পারিবারিক সম্পদের।