ট্রেন্ডিং

বিয়ে, রাজনীতি, প্রেম…বরাবরই ‘ট্রাবলমেকার’ তেজপ্রতাপ, বড় ছেলেকে জীবন থেকেই বাদ দিলেন লালুপ্রসাদ!

চিপস চুরির অপবাদের ঘটনায় পাঁশকুড়া থানায় সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এফআইআর মৃত পড়ুয়ার মায়ের

ভাটপাড়ায় অর্জুন সিংহের সঙ্গে তিরঙ্গা যাত্রায় যোগদান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে হিন্দু নির্যাতন? প্রতিবাদে পোস্টার পড়ল উত্তরপ্রদেশে, জন আক্রোশ যাত্রার ডাক

টাকার বিনিময়ে ভোটার! বিস্ফোরক অভিযোগ কাকদ্বীপের তৃণমূল বিধায়কের
১৯ দিন পার, এখনও রাস্তায় চাকরিহারা শিক্ষকরা। সল্টলেক সেন্ট্রাল পার্কে সরছে ধর্নাস্থল
করোনা টিকা তৈরি হতে এখনও ১ বছর, বললেন হু-র প্রধান বৈজ্ঞানিক সৌম্যা স্বামীনাথন
সংক্রমিতের সংখ্যা কমানোই আমাদের একমাত্র লক্ষ্য, সৌম্যা স্বামীনাথন বলেছেন।
Continues below advertisement

চেন্নাই: মানুষ যাতে বিনা মূল্যে করোনার টিকা পান সে জন্য বিশ্বজুড়ে টাকা তুলছে হু বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই মুহূর্তে ভারত এই টিকা পরীক্ষার প্রথম পর্যায়ে আছে, গোটা প্রক্রিয়া শেষ হতে আরও অন্তত ১ বছর। জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বৈজ্ঞানিক সৌম্যা স্বামীনাথন।
চেন্নাইয়ে স্বামীনাথন বলেছেন, এই মুহূর্তে ভারতে বিভিন্ন সংস্থা ৮টি করোনা টিকা তৈরি করছে। সাধারণত, একটি টিকা তৈরি করতে ৫ থেকে ১০ বছর লাগে। তবে অতিমারীর কারণে এখন অন্তত দেড় বছর তো লাগবেই।
স্বামীনাথন বলেছেন, এখনও পর্যন্ত কোনও করোনা টিকা সাফল্য পেয়েছে বলে তাঁদের কাছে খবর নেই। টিকার ক্লিনিক্যাল ট্রায়াল ডেটার খবর পাওয়া গেলে তারপর ইস্যু করা হবে অথরাইজেশন লাইসেন্স। তিনি বলেছেন, তামিলনাড়ুতে করোনায় মৃত্যুর বার কম, দ্রুত পরীক্ষায় মানুষের প্রাণ বাঁচছে। তিনি বলেছেন, আগামী ১ বছর মাস্ক পরতে হবে, সোশ্যাল ডিসট্যান্সিং পালন করতে হবে। একমাত্র এভাবেই করোনা ঠেকানো সম্ভব।
তবে তিনি বলেছেন, লকডাউনের কড়াকড়ি বরাবর বজায় রাখা সম্ভব নয়, তাই করোনা সংক্রমণের দ্বিতীয় পর্যায়ের আক্রমণ ঠেকানো সব থেকে গুরুত্বপূর্ণ। কড়াকড়ি যে মুহূর্তে তুলে নেওয়া হচ্ছে, সেই মুহূর্তে সংক্রমণ বাড়ছে, কোনও দেশ এই জীবাণুর ছড়িয়ে পড়া রুখতে পারেনি। সংক্রমিতের সংখ্যা কমানোই আমাদের একমাত্র লক্ষ্য, সৌম্যা স্বামীনাথন বলেছেন।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে